মৌলভীবাজারের কুলাউড়ায় সেতু ভেঙে খালে ট্রেনের বগি, নিহত ৫


প্রকাশিত:
২৪ জুন ২০১৯ ১৮:৩০

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৮:৩৬

মৌলভীবাজারের কুলাউড়ায় সেতু ভেঙে খালে ট্রেনের বগি, নিহত ৫

রোববার রাতে সিলেট থেকে ঢাকাগামী ‘উপবন’ এক্সপ্রেসের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে খালে পড়ে গেলে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।



মৌলভীবাজারের কুলাউড়ায় এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ। মৌলভীবাজারের জেলা পুলিশ রোববার রাত ২টার দিকে এ তথ্য নিশ্চিত করে।



এর আগে রাত সাড়ে ১১টায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল এলাকায় রেলপথের একটি কালভার্ট ভেঙে উপবন এক্সপ্রেসের কয়েকটি বগি খালে পড়ে যায়।



দুর্ঘটনার ফলে সিলেটের সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছে।



কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাত ১টায় ঘটনাস্থল থেকে জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস হতাহতদের উদ্ধারে কাজ করছে। ট্রেনের অন্য যাত্রীদেরও নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার কাজ করা হচ্ছে। এই মূহূর্তে হতাহতের সংখ্যা নির্দিষ্ট করে বলা যাবে না।



জানা গেছে, সিলেট-ঢাকা মহাসড়কে বাস চলাচল বন্ধ থাকায় ট্রেনের উপর নির্ভরশীল হয়ে পড়েন ঢাকাগামী যাত্রীরা। ফলে ধারণক্ষমতার চেয়ে বেশী যাত্রী নিয়ে ট্রেনটি সিলেট থেকে ছেড়ে যায়।



স্বাস্থ্য অধিদপ্ত‌রের নিয়ন্ত্রণকক্ষ জা‌নি‌য়ে‌ছে, রাত ২টা পর্যন্ত কুলাউড়া উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে জরু‌রি বিভা‌গে চি‌কিৎসা নি‌য়েছেন ৬০ জন। শরী‌রের বি‌ভিন্ন জায়গায় মারাত্মক আঘাত থাকায় ২০ জন‌কে সি‌লেট ওসমানী মে‌ডি‌কেল ক‌লে‌জে পাঠা‌নো হ‌য়ে‌ছে। হতাহ‌তের সংখ্যা আরও বাড়‌তে পা‌রে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top