টাঙ্গাইলে রেল সেতুতে ‘বাঁশের নাট’!
প্রকাশিত:
৪ জুলাই ২০১৯ ০৬:৩৪
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৮:৩৬

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুপূর্ব হতে জয়দেবপুর পর্যন্ত রেললাইনের বেশ কিছু সেতু ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। রেলসেতুতে লোহার নাটের পরিবর্তে ব্যবহার করা হয়েছে বাঁশ ও কাঠের নাট। নষ্ট হয়ে গেছে লাইনের কাঠের স্লিপার। যে কারণে, এড়ানো যাচ্ছে না বিপদের আশঙ্কা।
বঙ্গবন্ধু সেতুপূর্ব রেললাইনের জোকারচর রেলসেতুতে সরেজমিনে গিয়ে দেখা গেছে, সেতুর বেশ কিছু স্থানে লোহার নাট থাকার কথা থাকলেও নেই। তবে কিছু কিছু স্থানে লোহার নাটের পরিবর্তে ব্যবহার করা হয়েছে বাঁশ ও কাঠের গোঁজ বা নাট।
কিছু কিছু স্থানে নাট থাকলেও সেখানে বল্টু নেই। দেখা গেছে বেশ কিছু অংশের কাঠের স্লিপার নষ্ট হয়ে আছে। সেখানকার নাটগুলো হাত দিয়ে টেনে তুলে ফেলা যাচ্ছে। শুধু জোকারচরের নয়, তবে সেতুর বিভিন্নস্থানে এ দৃশ্য দেখা গেছে।
জোকারচরের বাসিন্দা শফিকুল এ ব্যাপারে জানান, দীর্ঘদিন যাবৎ সেতুর উপর রেললাইনের ক্লিপগুলো খুলে রয়েছে। কিছু কিছু লোহার বোল্টুর বদলে বাঁশ ও কাঠ দিয়ে নাট বানিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেতুর কাঠের স্লিপার দুইপাশে লোহার পাত খুলে পড়ে রয়েছে। আবার কিছু অংশের পাত মাদকসেবীরা খুলে নিয়ে গেছে।
এ প্রসঙ্গে জয়দেবপুর হেড কোয়ার্টারের সহকারি নির্বাহী প্রকৌশলী নাজিব কায়সার বলেন, ‘রেললাইনের টাঙ্গাইলের পুংলী ঝুঁকিপূর্ণ সেতুর সংস্কার কাজ শুরু করা হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে সংস্কার শেষ হবে।’
তিনি দাবী করে বলেন, ‘বঙ্গবন্ধু সেতুপূর্ব-জয়দেবপুর পর্যন্ত সেতুগুলোর কোনো সমস্যা বা ঝুঁকি নেই। তবে সেতুগুলো পুরোনো হওয়ায় কিছু কিছু সেতুর কাঠের স্লিপার নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু লোহার বল্টুর বদলে বাঁশের গোজ ব্যবহার করা হয়নি।’
উৎসঃ আমাদের সময়
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: