১৬ বছর বয়সে ৫ বিয়ে!


প্রকাশিত:
২৪ জুলাই ২০১৮ ০০:০৩

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৮:৩৪

১৬ বছর বয়সে  ৫ বিয়ে!

ছেলেদের ২১ ও মেয়েদের ১৮ বছর বিয়ের জন্য ন্যূনতম বয়স। এরপরও বাল্য বিয়ে আমাদের দেশে পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি। এখনও গ্রামঞ্চলে গোপনে কিংবা প্রকাশ্যে ছেলে মেয়েদের বাল্য বিয়ে হয়ে থাকে। তবে এবার  কুষ্টিয়ার মিরপুর উপজেলায় রানা (১৬) নামের এক কিশোরের সন্ধান পাওয়া গেছে, যে কিনা বিয়ের নুন্যতম বয়স পূর্তির ৫ বছর আগেই ৫ টি বিয়ে করে বাল্য ও বহুবিবাহের রেকর্ড অবাধে ভেঙ্গে চলেছে। কিশোর রানা উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের ফুলবাড়ীয়া গ্রামের রাশেদুল ইসলামের ছেলে।



 



নিরক্ষর কিশোর রানা ১৪ বছর বয়সে যৌতুক নিয়ে বিয়ের পিঁড়িতে বসে। সর্বশেষ গত ২০ জুলাই শুক্রবার নতুন করে বিয়ে করার মধ্য দিয়ে ওই কিশোর গত দুই বছরে ৫টি  বিয়ে করলো।

এর আগের ৪টি স্ত্রী নানা দেনবারের পর তাকে তালাক দিয়ে চলে যায়। এরপর নতুন করে আবারো ৫ম বিয়ে করার সংবাদে গ্রামবাসী ওই কিশোর ও পরিবারটির ওপর মহাবিরক্ত। অবাধে সবার চোখ ফাঁকি দিয়ে কিভাবে ওই কিশোর বাল্য ও বহুবিবাহ করার কাজটি করে চলেছে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।



মিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদ জানান, ওই কিশোর ও তার বাবাকে আটক করা হয়েছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top