বাংলাদেশি নারীরা সৌদিতে যৌন ও শারীরিকভাবে নির্যাতিত হয়ে পালাতে বাধ্য হচ্ছেন
প্রকাশিত:
২৭ এপ্রিল ২০১৮ ১২:০৩
আপডেট:
১৬ মার্চ ২০২৫ ০০:৪৩

গৃহকর্মী হিসেবে সৌদি আরবে যাওয়া বাংলাদেশি নারীরা নিয়োগকারীদের দ্বারা যৌন ও শারীরিকভাবে নির্যাতিত হয়ে কর্মস্থল ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন। এই পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে, পালিয়ে যাওয়া নারীদের আশ্রয় দিতে সেইফ হোম খুলতে হয়েছে বাংলাদেশ সরকারকে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম মিডলইস্ট আই’তে প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে তুলে ধরা হয়েছে এ তথ্য।
রিয়াদ থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো ফাঁস হওয়া গোপনীয় কূটনৈতিক বার্তা থেকে এসব তথ্য জানা গেছে বলে দাবি সংবাদমাধ্যমটির।
২০১৫ সালে লেখা ওই কূটনৈতিক বার্তায় বলা হয়, প্রতিদিন গড়ে ৩ থেকে ৪ জন নারী আশ্রয় কেন্দ্রে আসেন। অব্যাহতভাবে আশ্রয়কেন্দ্রে আসা নারীদের সংখ্যা বাড়তে থাকায় তাদের থাকার ব্যবস্থা করতে রিয়াদে বাংলাদেশ দূতাবাস কর্মকর্তারা আশ্রয় কেন্দ্রে আরও আসন বৃদ্ধি ও সিসিটিভি-সিস্টেম পাঠানোর অনুরোধ করেছেন ওই বার্তায়।
আশ্রয় কেন্দ্রে আসা নারীদের সহযোগিতার জন্য দূতাবাসে কোনো নারী কূটনীতিক নেই বলে জানিয়ে ওই বার্তায় একজন কাউন্সেলর পাঠানোর অনুরোধ জানানো হয় বলে দাবি সংবাদমাধ্যমটির।
ঢাকার একজন কূটনীতিককে উদ্ধৃত করে ওই প্রতিবেদনে বলা হয়েছে, পালিয়ে আশ্রয় কেন্দ্রে আসা নারীরা অভিযোগ করেন নিয়োগকর্তারা তাদের ওপর নানা ধরনের নিপীড়ন চালান। কেউ আবার অসুস্থ হয়েও আসেন। তাই তারা এখানে আশ্রয় নিতে চান।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: