ব্রিটিশ পার্লামেন্টে বর্ণবাদী আচরণের শিকার হওয়ার অভিযোগ রুপা হকের
প্রকাশিত:
২৭ মে ২০১৮ ১৪:২০
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ২২:৫৯

ব্রিটিশ পার্লামেন্টে বর্ণবাদী আচরণের শিকার হওয়ার অভিযোগ করেছেন এমপি রুপা হক। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি বলেছেন, গায়ের রং ফর্সা না হওয়ায় পার্লামেন্টে প্রবেশ করতে প্রতিদিন তাকে আটকে দেন নিরাপত্তা কর্মীরা।
ব্রিটেনে পুলিশের স্টপ অ্যান্ড সার্চের ক্ষমতার ব্যাপারে পার্লামেন্ট হলে বিতর্কে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন। লন্ডনের ইলিং সেন্ট্রাল ও একটন এলাকা থেকে লেবার পার্টির মনোনয়নে নির্বাচিত এমপি রুপা হক।
রুপা হক বলেন, ‘এশিয়ান ও অশ্বেতাঙ্গ সংসদ সদস্যরা নিয়মিতভাবে হাউস অব কমন্সে প্রবেশের ক্ষেত্রে নিরাপত্তার নামে প্রশ্নের মুখোমুখি হচ্ছেন। আমাদের গায়ের রং ফর্সা না হওয়ায় ভিন্নভাবে মূল্যায়ন করা হয়। ২০১৫ সালে নির্বাচনের সময় থেকে আমি এটি ঘটতে দেখছি।’
রুপা হকের আগেও ব্রিটিশ সংসদে বর্ণবাদী আচরণের শিকার হওয়ার অভিযোগ করেছেন আরও সংসদ সদস্যরা।
রিটিশ পার্লামেন্ট নির্বাচনে লেবার পার্টি থেকে ফের এমপি নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২৭৪ ভোটের ব্যবধানে তিনি এমপি নির্বাচিত হন। ৪৩ বছর বয়সী রূপা ব্রিটিশ পার্লামেন্টে উত্তর-পশ্চিম লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনের প্রতিনিধিত্ব করেন।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: