হিট ছবি নেই ক্যারিয়ারে, ঘরে ৩ কোটি টাকার গাড়ি!
প্রকাশিত:
৩০ জুলাই ২০১৮ ১২:৪৩
আপডেট:
৭ এপ্রিল ২০২৫ ১১:১৩

বাংলা চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া। কিছুদিন আগে তিনি একটি কালো রঙের অডি গাড়ি কিনেছেন। গাড়িটির ছবি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে তিনি তার নতুন গাড়ি কেনার খবরটি সবাইকে জানান দেন।
২৮ জুলাই গাড়ির রঙের সঙ্গে মিল রেখে কালো প্যান্ট ও সাদা টপস পরা একটি ছবি পোস্ট দিয়ে ওই ছবির ক্যাপশনে ফারিয়া লিখেন, ‘স্বপ্ন সত্যি হয়েছে, যদি তুমি বিশ্বাস কর।’
পোস্ট করা ওই ছবিতে দেখা যায়, ফারিয়া তার নতুন কেনা ২০১৮ অডি এথ্রি মডেলের গাড়ির সামনে দাঁড়িয়ে আছেন। বাংলাদেশে এই গাড়িটির আনুমানিক বাজার মূল্য নব্বই লাখ থেকে তিন কোটি টাকা পর্যন্ত।
এর আগে ফারিয়া তার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, একটি অডি গাড়ি কেনার স্বপ্ন আছে তার। সাক্ষাৎকারে তার বিয়ের প্রসঙ্গ আসলে তিনি বলেছিলেন, অডি কেনার স্বপ্ন পূরণ হলে তবেই বিয়ে করবেন তিনি।
যেহেতু এবার তার বিলাসবহুল অডি গাড়ি কেনার স্বপ্ন মিটেছে। তাই এবার প্রশ্ন উঠেছে, কবে বিয়ে করবেন এ অভিনেত্রী। সেই প্রশ্নের উত্তরে বিয়ে নিয়ে এখনও নিশ্চিত কিছু জানাননি ফারিয়া।
উল্লেখ্য ২০১৫ সালে ‘আশিকী’ ছবির মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন নুসরাত ফারিয়া। প্রথম ছবি থেকে শুরু করে ‘হিরো ৪২০’, ‘বাদশা-দ্য ডন’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাততেরিকি’সহ বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন ফারিয়া, কিন্তু কোন ছবিই তেমন বক্স অফিসে সফল হতে পারেনি। খুব আলোচনায় আসাও কোন চলচ্চিত্র তিনি করেননি, এরপরও তিন কোটি টাকার গাড়ি কিনে বেশ রহস্য তৈরি করছেন ফারিয়া।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: