বিএনপির মনোনয়নপত্র কিনলেন কনকচাঁপা ও মনির খান
প্রকাশিত:
১২ নভেম্বর ২০১৮ ১২:২১
আপডেট:
১০ এপ্রিল ২০২৫ ০১:৩৪

বিএনপি থেকে মনোনয়নপত্র কিনলেন খ্যাতনামা দুই কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা ও মনির খান। সোমবার (১২ নভেম্বর) বিএনপির মনোনয়নপত্র বিক্রি শুরুর দিনেই মনোনয়নপত্র কিনেন তাঁরা। এর আগে বিএনপি থেকে মনোনয়নপত্র কিনেন আরেক কণ্ঠশিল্পী বেবী নাজনীন।
সোমবার বেলা তিনটার দিকে মনোনয়নপত্র কিনেন কনকচাঁপা। তিনি সিরাজগঞ্জ-১ (কাজীপুর) থেকে বিএনপির হয়ে নির্বাচন করবেন। কনকচাঁপা দীর্ঘদিন ধরে এ এলাকায় নানা সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।
অন্যদিকে, বেলা সাড়ে তিনটার দিকে মনোনয়ন কিনেন কণ্ঠশিল্পী মনির খান। তিনি ঝিনাইদহ-৩ আসন থেকে নির্বাচন করবেন। মনির খান দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সাথে যুক্ত। তিনি জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংসদের (জাসাস) এর সাথে দীর্ঘদিন ধরে যুক্ত। এছাড়া মনির খান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: