বর বধূ সাজে রণবীর ও দীপিকা


প্রকাশিত:
১৬ নভেম্বর ২০১৮ ০১:১৮

আপডেট:
১০ এপ্রিল ২০২৫ ০১:৩১

বর বধূ সাজে রণবীর ও  দীপিকা

বলিউডের আলোচিত জুটি রণবীর-দীপিকার বিয়ের ছবি দেখার জন্য মুখিয়ে ছিলেন ভক্তরা। অবশেষে তাদের প্রতিক্ষার অবসান হলো। প্রকাশ্যে এলো দীপিকা-রণবীরের বিয়ের ছবি।বৃহস্পতিবার নিজেদের বিয়ের দু'টি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন এই নবদম্পতি।



১৪ ও ১৫ নভেম্বর ইতালির লেক কোমোয় কন্নড় ও সিদ্ধি এই দুই রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় রণবীর ও দীপিকার। দুজনেই নিজ সামাজিক যোগাযোগ মাধ্যমে একই রকম দু'টি ছবি পোস্ট করেন। প্রথমটি কন্নড় ও দ্বিতীয়টি সিন্ধি রীতিতে বিবাহ অনুষ্ঠানের ছবি বলে জানা গেছে। 



কন্নড় রীতিতে বিয়ের অনুষ্ঠানে রণবীরের পরনে ছিল সাদা পাঞ্জাবি ও ধুতি এবং দীপিকার পরনে ছিল সোনালি রঙের শাড়ি। পরের ছবিতে রণবীর সিংকে দেখা গেছে লাল শেরওয়ানি ও মাথায় লাল পাগড়ি এবং দীপিকার পড়নে দেখা যাচ্ছে লাল লেহেঙ্গা।



কন্নড় রীতিতে বিবাহের সময় তোলা ছবি- ইনস্টাগ্রাম

 



এদিকে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর বৃহস্পতিবারই শুভাকাঙ্খীদের ধন্যবাদ জানান দীপিকা।



দীর্ঘ ৬ বছর প্রেম করার পর অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হোন তারা। দুই বিয়ের অনুষ্ঠানেই বাঙালি ফ্যাশান ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাক পরেছিলেন রণবীর-দীপিকা। সূত্র: জি-নিউজ


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top