অপির নায়ক কলকাতার ঋত্বিক
প্রকাশিত:
১৬ নভেম্বর ২০১৮ ২২:৫৬
আপডেট:
১০ এপ্রিল ২০২৫ ০১:০০

দর্শকনন্দিত অভিনেত্রী অপি করিম দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে রয়েছেন। বিরতি ভেঙে প্রায় ১৪ বছর পর চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি। ‘ডেব্রি অব ডিজায়ার’ নামে যৌথ প্রযোজনার একটি ছবিতে দেখা যাবে তাকে।
প্রখ্যাত কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের দুটি ছোটগল্প ‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’ অবলম্বনে নির্মিত হচ্ছে ছবিটি।
ছবিটিতে অপির বিপরীতে অভিনয় করবেন কলকাতার অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। এতে অপি করিম অভিনয় করছেন সোমা চরিত্রে। আর ঋত্বিক চাঁদু চরিত্রে। গল্পটি এক নিম্নমধ্যবিত্ত দম্পতির। তাদের সংসারে আছে একমাত্র সন্তান। চাঁদু বেকার। এ কারণে সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াতে চাকরি করেন সোমা।
জানা গেছে, কলকাতায় ছবিটির শুটিং শুরু হয়েছে। পরিচালনা করছেন কলকাতার নির্মাতা ইন্দ্রনীল রায় চৌধুরী।
‘ডেব্রি অব ডিজায়ার’ ইংরেজি হলেও প্রাথমিকভাবে এর বাংলা নাম রাখা হয়েছে ‘মায়ার জঞ্জাল’। নামটি পরিবর্তন করা হবে জানিয়েছেন ছবিটির বাংলাদেশি নির্মাতা ও প্রযোজক জসীম আহমেদ।
২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ‘ব্যাচেলর’ সিনেমায় অভিনয় করেছিলেন অপি করিম। এরপর আর বড় পর্দায় পাওয়া যায়নি তাকে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: