মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন শিল্পা, ছবি ভাইরাল


প্রকাশিত:
২৪ নভেম্বর ২০১৮ ২৩:৫৭

আপডেট:
১০ এপ্রিল ২০২৫ ০১:০৫

মালদ্বীপে  ছুটি কাটাচ্ছেন শিল্পা, ছবি ভাইরাল

মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন শিল্পা শেঠি। ‘ওয়াটার ভিলা’, সমুদ্র সৈকত দেখা গেছে তাকে। তবে সাধারণ ড্রেসে নয়, বিকিনিতে। মলদ্বীপে গিয়ে বিকিনিতে তোলা ছবি শেয়ার করেন শিল্পা। আর তা দেখে ভক্তদের উচ্ছ্বাস লক্ষ করা গেছে। পাশাপাশি ইতিমধ্যেই শিল্পার সেই বিকিনি ছবি ভাইরালও হয়েছে।

ছুটি কাটাতে গিয়ে শিল্পা যেখানে থাকছেন, সেই ‘ওয়াটার ভিলা’-র নীচে দেখা অক্টোপাসের ভিডিও শেয়ার করলেন অভিনেত্রী। যাকে ‘মিস্টার অক্টোপাস’ বলে ডাকতে শোনা যায় রাজ কুন্দ্রার ঘরণীকে। শিল্পা সেই ভিডিও নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেন।  

তবে শুধু শিল্পা নন, সম্প্রতি স্বপরিবারে মলদ্বীপে ছুটি কাটাতে যান কারিনা কাপুর খান এবং সাইফ আলি খান। ওই সময়ও কারিনা এবং তার ননদ সোহা আলি খানের বেশ কিছু বিকিনি ছবিও ভাইরাল হয়। 

সূত্র : জি নিউজ


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top