প্রিয়াঙ্কার বিয়ে সম্পন্ন
প্রকাশিত:
২ ডিসেম্বর ২০১৮ ১১:২৯
আপডেট:
১০ এপ্রিল ২০২৫ ০১:২৬

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন সংগীতশিল্পী নিক জোনাস বিয়ে করেছেন। গতকাল শনিবার খ্রিষ্টান মতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে বলে জানিয়েছে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম।
আজ রবিবার হিন্দু রীতিতে এ জুটির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। উমেদ প্যালেসের বরাদারি লনে হবে এর আয়োজন। বিয়ের জন্য ৪০ ফুট উঁচু মণ্ডপ তৈরি করা হয়েছে। এর আগে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে প্রিয়াঙ্কা-নিকের মেহেদি ও সংগীত অনুষ্ঠান।
২০১৭ সালে মেট গালার লাল গালিচায় একসঙ্গে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা ও নিক জোনাস। এরপর চলতি বছর তাদের একসঙ্গে নৈশভোজে দেখা যায়। এরপর থেকেই তাদের প্রেমের গুঞ্জন চাউর হয়। সকল গুঞ্জনের অবসান ঘটিয়ে গত আগস্টে আনুষ্ঠানিকভাবে বাগদানের ঘোষণা দেন এ জুটি।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: