চলে গেলেন ধ্রুপদী-রাজ পন্ডিত যশরাজ! : তন্ময় সিংহ রায়


প্রকাশিত:
১৮ আগস্ট ২০২০ ২২:১২

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১২:৫১

ছবিঃ পন্ডিত যশরাজ

 

একের পর এক নক্ষত্র পতনে শোকস্তব্ধ প্রায় গোটা ভারতীবাসী! এ যেন 'নক্ষত্র পতনের বছর' হিসেবেই অভিহিত হয়ে ইতিহাসের পাতায় যুক্ত হতে চলেছে এক নতুন অধ্যায় হয়ে। ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের দুনিয়ায় এক আলোড়ন সৃষ্টিকারী নাম পন্ডিত যশরাজ!

আট দশকেরও বেশি ব্যাপ্তি ছড়িয়ে থাকা তাঁর সঙ্গীত জীবনের বর্ণময় কেরিয়ার, ভারতীয় ক্লাসিক্যাল সঙ্গীতকে পৌঁছে দিয়েছে বিশ্ব দরবারে! জন্ম ১৯৩০ সালের ২৮শে জানুয়ারি হরিয়ানার হিসার জেলার পিলি মন্দোরির এক মধ্যবিত্ত ব্রাম্ভন পরিবারে। বাবা পন্ডিত মতিরামও ছিলেন ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের একজন পুরোধা ব্যক্তিত্ব, আর তাঁর কাছেই সঙ্গীতের প্রথম হাতেখড়ি যশরাজের।

তাঁর বড় দাদা পণ্ডিত প্রতাপ নারায়ণও ছিলেন একজন বলিষ্ঠ শাস্ত্রীয় সংগীত শিল্পী, যিনি ছিলেন বলিউডের সু-বিখ্যাত সঙ্গীতকার জুটি যতীন-ললিতের বাবা।

মেওয়াতি ঘরানার গায়ক এই পন্ডিত যশরাজ  স্বাধীনতার ঠিক আগের বছর অর্থাৎ ১৯৪৬ সালে চলে আসেন কলকাতায় এবং রেডিও থেকে সূত্রপাত হয় তাঁর ধ্রুপদী গান গাওয়ার।

বেগম আখতার ছিল তাঁর সঙ্গীতের বিপুল অনুপ্রেরণা! ১৯৫২ সালে, নেপালের রাজা তিরুভান বীর বিক্রম শাহের দরবারে মাত্র ২২ বছর বয়সে কন্ঠশিল্পী হিসাবে প্রথম কনসার্ট করেন পন্ডিত যশরাজ।

পরবর্তীকালে, তাঁর গায়কি প্রতিভার সু-উজ্জ্বল কিরণ ভারত ছাড়িয়ে ক্রমশঃ নিউ জার্সি, নিউ ইয়র্ক, ভ্যাঙ্কুভার, টরেন্টো, আটলান্টা'র মতন স্থানে ছড়িয়ে পড়তে থাকে। নিজ ক্যারিয়ারের লেখচিত্র উর্দ্ধের পাশাপাশি 'পন্ডিত জি' তৈরি করেছেন অনুরাধা পাড়োয়াল, কালা রামনাথ, সাধনা সরগম, রমেশ নারায়ণের মতন কৃতী ছাত্র-ছাত্রীদের। 

ভারতীয় সঙ্গীত জগতে তাঁর অমূল্য ও অসামান্য অবদানের জন্য ভারত সরকার তাঁকে ভূষিত করেন 'পদ্মশ্রী', 'পদ্মভূষণ' ও 'পদ্মবিভূষণ' সম্মানে।

দুর্ভাগ্যবশতঃ মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে, ১৭ আগষ্ট, সোমবার ৯০ বছরে এ হেন এক কিংবদন্তি ও বিশ্ববন্দিত প্রবীণ শিল্পী চিরবিদায় জানালেন আমাদেরকে। দীর্ঘদিন ধরেই তিনি ভুগছিলেন নানান বার্ধক্যজনিত সমস্যায়!

অবশেষে, ভারতীয় সাংস্কৃতিক পরিমণ্ডলে, বিশেষত ধ্রুপদী সঙ্গীতের দুনিয়ায় এক গভীর শূন্যস্থান সৃষ্টি করে তিনি ত্যাগ করলেন শেষ নিঃশ্বাসটুকু! চিরকাল ঋণি হয়ে থাকবে ধ্রুপদী সঙ্গীত তাঁর কাছে! 

 

তন্ময় সিংহ রায়
কোলকাতা

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Top