নতুন ছবির গানে এসডি রুবেল


প্রকাশিত:
২৮ ফেব্রুয়ারি ২০২১ ১৯:০২

আপডেট:
৯ এপ্রিল ২০২৫ ২১:৫৮

 

প্রভাত ফেরী: করোনাকালেও সংগীতশিল্পী এসডি রুবেল নতুন গানে নিয়মিত কণ্ঠ দিচ্ছেন। অডিও গানের পাশাপাশি তিনি আবারও ছবির গানে কণ্ঠ দিচ্ছেন। ছবির নাম ‘এই মন পাবে শুধু কষ্ট’। এটি পরিচালনা করছেন রফিকুল ইসলাম বুলবুল। পরিচালক নিজেই গানটি লিখেছেন। সুর করছেন কাজী জামাল। চলতি সপ্তাহেই এটি রেকর্ড করা হবে বলে জানিয়েছেন এসডি রুবেল।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বছরের পুরোটা সময় অডিও গানে ব্যস্ত থাকার চেষ্টা করি। তবে ছবির গানের কাজও আসে আমার কাছে। বুলবুল ভাই সম্প্রতি তার ছবির গানটিতে কণ্ঠ দেওয়ার প্রস্তাব দিয়েছেন। সুর করার কাজ শেষ পর্যায়ে। শিগগির রেকর্ডিং করব। আশা করছি কাজটি ভালো হবে।’ সর্বশেষ এই সংগীতশিল্পী তার পরিচালিত ‘বৃদ্ধাশ্রম’ নামের একটি ছবিতে চারটি গানে কণ্ঠ দিয়েছেন।

নতুন আরেকটি ছবি নির্মাণের পরিকল্পনাও হাতে নিয়েছেন তিনি। এতেও তার কণ্ঠের গান থাকবে। এদিকে চলতি মাসে ‘জীবনে চাওয়া পাওয়া’ এবং ‘আমার একটা তুমি ছিলে’ নামের দুটি নতুন গান প্রকাশ করেছেন এসডি রুবেল। আরও তিনটি নতুন গান প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন তিনি। তার পরিচালনায় নির্মিত ‘বৃদ্ধাশ্রম’ নামে একটি ছবি আগামী রোজার ঈদে মুক্তি দেওয়ার পরিকল্পনাও করছেন।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Top