ঋষি কাপুর ক্যানসারে আক্রান্ত


প্রকাশিত:
৪ জানুয়ারী ২০১৯ ২২:০৩

আপডেট:
১০ এপ্রিল ২০২৫ ০৪:৫৫

ঋষি কাপুর ক্যানসারে আক্রান্ত

বলিউডের বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর ক্যানসারে আক্রান্ত। বিষয়টি এতদিন ঢেকে রেখেছিলেন কাপুর পরিবার। তবে নতুন বছরের শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রী নিতু সিং কাপুরের এক পোস্টের ক্যাপশন থেকে ক্যানসারে আক্রান্ত হওয়ার বিষয়টি সামনে আসে।



পরবর্তীতে তার বড় ভাই রণধীর কাপুর ‘হিন্দুস্তান টাইমস’ পত্রিকাকে অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন। 



গেলো বছর মা কৃষ্ণরাজ কাপুরের মৃত্যুর খবরের পরও দেশে ফিরতে পারেননি ঋষি কাপুর। তখন থেকে খবর ছড়ায় ঋষি কাপুর চিকিৎসার জন্য দেশের বাহিরে আছেন। তিনি ক্যানসারে আক্রান্ত। তবে এই বিষয়টি কাপুর পরিবার অস্বীকার করে। সেসময় রণধীর কাপুর নিজেই সমস্ত জল্পনা কল্পনা উড়িয়ে দিয়েছিলেন।



রণধীর কাপুর ‘হিন্দুস্তান টাইমস’-কে বলেন, ‘ঋষি ক্যানসারের কোন পর্যায়ে আছে তা আমি ঠিক বলতে পারবো না। তবে এটুকু বলতে পারি ও ভালো আছে, চিকিৎসায় সাড়া দিচ্ছে। লোকে যা বলছে বলতে দিন, ঋষি যে ভালো আছে, তা ছবি থেকেই বোঝা যাচ্ছে। আপনারা ও আমি সবাই সেটা দেখতে পাচ্ছি, ও খাবারদাবার খাচ্ছে, পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছে। শিগগিরই সে দেশে ফিরে আসবে, আমরাও সেই অপেক্ষায় আছি।’


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top