সালমান খানকে প্রত্যাখ্যান করেছিলেন তিনি


প্রকাশিত:
২৩ জানুয়ারী ২০১৯ ১২:৪৯

আপডেট:
১০ এপ্রিল ২০২৫ ০৪:৩৬

সালমান খানকে প্রত্যাখ্যান করেছিলেন তিনি

২০০৭ সালে একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে বলিউডের ভাইজান সালমান খান তাকে বলিউডে আসার কথা বলেন। সালমানের হাত ধরেই ২০১৩ সালে তার বলিউডে প্রবেশের কথা ছিল। তবে তিনি সালমানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। বাবা চাননি সালমানের হাত ধরে মেয়ে বলিউডে প্রবেশ করুক। আর বাবার মতামতের উপর আস্থা রেখে সালমানকে না করেছিলেন তিনি। সম্প্রতি ভারতের এক ইংরেজি দৈনিককে সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন টিনা আহুজা।



তিনি বলিউড তারকা গোবিন্দর মেয়ে। তার পুরো নাম নর্মদা আহুজা। ২০১৫ সালে ‘সেকেন্ড হ্যান্ড হাজব্যান্ড’ সিনেমার অভিনয়ের মাধ্যমে বলিউডে প্রবেশ করেছেন তিনি। যদিও এই সিনেমাটি দর্শক মনে তেমন সাড়া ফেলতে পারেনি। 



বাবার পরামর্শ মতো কাজ করেন মেয়ে টিনা। বাবার মতই নাচতে ভালোবাসেন। অনেক বেশি সিনেমায় অভিনয়ের প্রস্তাব পান তিনি, তবে বাছাই করে সই করার কথা ভাবেন। বাবার পরামর্শ ছাড়া কোনও চিত্রনাট্য পড়েও দেখেন না। শোনা যায়, সোনাক্ষী সিনহার আগে টিনা আহুজারই ‘দাবাং’ গার্ল হওয়ার কথা ছিল।



গুঞ্জন উঠেছে, ২০১৯ সালের শেষের দিকে বলিউডেরই কোনও বড় বাজেটের সিনেমায় তাকে দেখা যাবে।



সূত্র: আনন্দবাজার পত্রিকা



 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top