৯১তম অস্কার পুরস্কার ঘোষণা


প্রকাশিত:
২৫ ফেব্রুয়ারি ২০১৯ ১০:৫২

আপডেট:
১০ এপ্রিল ২০২৫ ০৪:৫৩

৯১তম অস্কার পুরস্কার ঘোষণা

আজ সোমবার বাংলাদেশ সময়  সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হলো ৯১তম একাডেমি অ্যাওয়ার্ডের (অস্কার) চূড়ান্ত আসর। এবারের জাঁকজমকপূর্ণ আসরে ছিলেন না কোনো উপস্থাপক। প্রতিবারের মতো অস্কারে ৯১তম আসরেও বিভিন্ন বিভাগে ২৪টি পুরস্কার দেওয়া হচ্ছে।



 



নিচে তুলে ধরা হলো বিজয়ীদের তালিকা-



 



সেরা ছবি



 



গ্রিন বুক



 



সেরা অভিনেত্রী



 



অলিভিয়া কোলম্যান (দ্য ফেভারিট)



 



সেরা অভিনেতা



 



রামি মালেক (বোহেমিয়ান র‌্যাপসোডি)



 



সেরা সহ–অভিনেত্রী



 



রেজিনা কিং (ইফ বিলে স্ট্রিট ক্লাউড টক)



 



সেরা সহ–অভিনেতা



 



মাহেরশালা আলী (গ্রিন বুক)



 



সেরা পরিচালক



 



আলফাঁসো কুয়েরাঁ (রোমা)



 



সেরা চিত্রনাট্য



 



গ্রিন বুক (নিক ভ্যালিলোঙ্গা, ব্রায়ান কুরি, পিটার ফ্যারেলি)



 



সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য



 



ব্ল্যাকক্ল্যান্সম্যান (চার্লি ওয়াকটেল, ডেভিড র‌্যাবিনোউইটজ, কেভিন উইলমট, স্পাইক লি)



 



সেরা অ্যানিমেটেড ফিচার ছবি



 



স্পাইডার–ম্যান: ইনটু দ্য স্পাইডার–ভার্স



 



সেরা বিদেশি ভাষার ছবি



 



রোমা–মেক্সিকো



 



সেরা প্রামাণ্যচিত্র



 



ফ্রি সলো



 



সেরা গান



 



শ্যালো (এ স্টার ইজ বর্ন/লেডি গাগা, মার্ক রনসন, অ্যান্টনি রসোম্যান্ডো, অ্যান্ড্রু ওয়াট)



 



সেরা সংগীত



 



ব্ল্যাক প্যান্থার (লুডউইগ গোরেনসন)



 



সেরা প্রোডাকশন ডিজাইন



 



ব্ল্যাক প্যান্থার (হ্যানা বিকলার, জ্যে হার্ট)



 



সেরা পোশাক ডিজাইন



 



ব্ল্যাক প্যান্থার (রুথ ই কার্টার)



 



সেরা চিত্রগ্রাহক



 



রোমা (আলফাঁসো কুয়েরাঁ)



 



সেরা ভিজ্যুয়াল ইফেক্টস



 



ফার্স্ট ম্যান (পল ল্যাম্বার্ট, আয়ান হান্টার, ট্রিস্টান মাইলস, জেডি সোয়াম)



 



সেরা রূপসজ্জা



 



ভাইস (গ্রেগ ক্যানম, কেট বিস্কো, প্যাট্রিসিয়া ডিহ্যানি)



 



সেরা শব্দ সম্পাদনা



 



বোহেমিয়ান র‌্যাপসোডি (জন ওয়ারহার্স্ট, নিনা হার্টস্টোন)



 



সেরা সাউন্ড মিক্সিং



 



বোহেমিয়ান র‌্যাপসোডি (পল ম্যাসি, টিম ক্যাভাজিন, জন কাসালি)



 



সেরা চলচ্চিত্র সম্পাদনা



 



বোহেমিয়ান র‌্যাপসোডি (জন অটম্যান)



 



সেরা অ্যানিমেটেড শর্ট



 



বাও



 



সেরা ডকুমেন্টারি শর্ট



 



পিরিয়ড, এন্ড অব সেনটেন্স



 



সেরা লাইভ অ্যাকশন শর্ট



 



স্কিন



 



এমকে


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top