অঙ্কুশকে ছেড়ে বিক্রমের প্রেমে মজেছেন ঐন্দ্রিলা!


প্রকাশিত:
২৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:০৫

আপডেট:
১০ এপ্রিল ২০২৫ ০৫:০০

অঙ্কুশকে ছেড়ে বিক্রমের প্রেমে মজেছেন ঐন্দ্রিলা!

ওপার বাংলার তারকা প্রেমিক যুগল অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা। তাদের প্রেমের খবর সকলের জানা। খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসার কথা থাকলেও হঠাৎ তাদের প্রেমে ভাঁটা পড়েছে।



অঙ্কুশ-ঐন্দ্রিলার সম্পর্ক তিক্ত হওয়ার পেছনের কারণ হলো ‘ফিদা’ সিনেমার শুটিংয়ের সময় সিনেমাটির নায়ক যশ দাশ গুপ্তর সঙ্গে দেখা করতে যেতেন অঙ্কুশ। আর সেখানেই নতুন নায়িকা সঞ্জনার সঙ্গে অঙ্কুশের আলাপ হয়। পরবর্তীতে তাদের বন্ধুত্ব তৈরি হয়।



এদিকে অঙ্কুশ-ঐন্দ্রিলার ঘনিষ্ঠ বন্ধু কলকাতার ছোট পর্দার পরিচিত মুখ বিক্রম চ্যাটার্জি। শোনা যাচ্ছে, ঘনিষ্ঠ বন্ধু বিক্রমের সঙ্গে ঐন্দ্রিলা প্রেমের সম্পর্কে জড়িয়েছেন।





 

এ প্রসঙ্গে অঙ্কুশ বলেন, ‘আমি সঞ্জনাকে শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘হাই’ পাঠিয়েছিলাম। এজন্য ঐন্দ্রিলা বেশি রিঅ্যাক্ট করে ফেলেছিল। আর ওকে রাগানোর পেছনে আরো কয়েকজনের হাত ছিল।’



বিক্রম অনেকটা মজা করে বলেন, ‘আমি এপ্রিলেই ঐন্দ্রিলাকে বিয়ে করতে যাচ্ছি দেখি এবার কী খবর হয়!’





 

এদিকে ঐন্দ্রিলা বলেন, ‘বিক্রমের সঙ্গে প্রেম আর অঙ্কুশের সঙ্গে বিয়ের খবর একইসঙ্গে কীভাবে রটে? আমরা তিনজনই খুব ভালো বন্ধু। আবার তিনজন পরস্পরকে খুব ভালোবাসি। সেখানে কোনো শর্ত নেই, তা নিঃস্বার্থ, নিখাদ।’


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top