বাচসাস 'ইমেরিটার্স অ্যাওয়ার্ড' পেলেন ৫ গুণী ব্যক্তিত্ব
প্রকাশিত:
৬ এপ্রিল ২০১৯ ১৫:০২
আপডেট:
১০ এপ্রিল ২০২৫ ০৪:৩৪
বাংলা চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার জন্য 'ইমেরিটার্স অ্যাওয়ার্ড' পেয়েছেন ইমপ্রেস টেলিফিল্ম এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, খ্যাতিমান অভিনেতা হাসান ইমাম, প্রখ্যাত সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন, মির্জা আব্দুল খালেক ও অভিনেত্রী সুচন্দা। আজ শুক্রবার রাতে আগারগাঁওয়ের ফিল্ম আর্কাইভ ভবন মিলনায়তনে প্রযোজক হিসেবে বিশেষ ভূমিকা রাখায় তাঁদের সম্মাননা জানায় বাচসাস।
অনুষ্ঠানে সাবিনা ইয়াসমিন বলেন, 'আমাকে সম্মাননা প্রদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি গর্বিত। বাচসাস আমার পাশে সবসময় ছিল, আগামীতেও থাকবে আশা করছি।'
ফরিদুর রেজা সাগর বলেন, 'এদেশে যখন চলচ্চিত্র তৈরি হতো না তখন আমার বাবা চলচ্চিত্র বিষয়ক পত্রিকার সম্পাদক ছিল। আমার মাও এর সাথে জড়িত। আজকের এই পুরস্কারটি আমার মায়ের জন্য।'
হাসান ইমাম বলেন, 'এর আগেও বাচসাস থেকে আমাকে সম্মাননা প্রদান করেছিল। এবার প্রথম ইমেরিটার্স অ্যাওয়ার্ড পেলাম।'
সম্মানিত ব্যক্তিদের হাতে পুরস্কার তুলে দেন বাচসাসের সাবেক সভাপতি রফিকুজ্জামান, নরেশ ভুইয়া, বর্তমান সভাপতি আবদুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথমন্ত্রী হাছান মাহমুদ। চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় মির্জা আবদুল খালেক ও অসুস্থতার কারণে অনুপস্থিত ছিলেন সূচন্দা।
সংগঠনটির ৫০ বছর পূর্তি উপলক্ষে গত পাঁচ বছরের পুরস্কার আজ একসঙ্গে প্রদান করা হয়। চলচ্চিত্র সাংবাদিকদের নিয়ে মুক্তিযুদ্ধের আগে প্রতিষ্ঠিত বাচসাস ১৯৭৪ সালে স্বাধীন বাংলাদেশে প্রথম চলচ্চিত্র বিষয়ক পুরস্কার প্রদান শুরু করে। ১৯৭২-৭৩ সালের চলচ্চিত্রের জন্য এ পুরস্কার প্রদান করা হয়। জমকালো এই আয়োজনে শোবিজের অনেক তারকাকে দেখা গেছে। ছিলেন আলমগীর, অপু বিশ্বাস, মমতাজ, সিয়াম, পূজা, রুনা খান, কুমার বিশ্বজিৎ। অনুষ্ঠানটি উপস্থপনা করেন সৈকত সালাউদ্দিন ও শান্তা জাহান।
আলোকচিত্র মোস্তাফিজুর রহমান মিন্টু
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: