‘উত্তরণ’-এ ওমর সানী ও মৌসুমী


প্রকাশিত:
২৫ মে ২০১৯ ১৬:২২

আপডেট:
১৮ এপ্রিল ২০২৫ ০৯:০৮

‘উত্তরণ’-এ ওমর সানী ও মৌসুমী

বাংলাদেশ বেতারের ঐতিহ্যবাহী ম্যাগাজিন অনুষ্ঠান ‘উত্তরণ’-এ উপস্থিত হয়েছেন তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী। ঈদের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন তারা। জনপ্রিয় এই তারকা জুটি থাকবেন ঈদের দিন রাত ৯টা ৫ মিনিটে ‘উত্তরণ’-এর ঈদ আড্ডা ‘কথায় কথায় ঈদ আনন্দে’। এতে তারা নিজেদের ঈদ উদযাপন, মজার মজার স্মৃতি ও সিনেমা জীবনের অনেক অজানা কথা বলেছেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন ফারজানা চৌধুরী। এই ম্যাগাজিনের তত্ত্বাবধানে আছেন এবিএম রফিকুল ইসলাম, প্রযোজনায় কানিজ কুলসুম।   ছবি তুলেছেন সিনিয়র ফটোসাংবাদিক- মোস্তাফিজুর রহমান মিন্টু।।  




বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top