তাহসান প্রায়ই আমার বাসায় আসে: মিথিলা
প্রকাশিত:
১২ জুন ২০১৯ ০৬:০২
আপডেট:
১৮ এপ্রিল ২০২৫ ০৮:৩৭

২০০৬ সালের আগস্টে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান ও মিথিলা। ২০১৩ সালের এপ্রিলে এই তারকা জুটির ঘর আলো করে জন্ম নেয় একমাত্র কন্যা আইরা তেহরীম খান।
দীর্ঘ ১১ বছর সংসার জীবনের আনুষ্ঠানিক সমাপ্তি হয় ২০১৭ সালের মে মাসে। এরপর থেকে আর আলোচনায় নেই একসময়ের এই জনপ্রিয় দম্পতি জুটি।
তবে আবারও আলোচনায় তাহসান-মিথিলা জুটির নাম। উপলক্ষ একটি মিউজিক ভিডিওতে মিথিলার অভিনয়। দীর্ঘ বিরতির পর অর্ণব প্রকাশ করেছেন তার নতুন গান ‘কী হলে কী হতো’।
আর এই গানের ভিডিওতে অর্ণবের পাশাপাশি মডেল হয়েছেন মিথিলা ও ইন্দ্রশীষ রায়। গানের ভিডিওতে আরও অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জী।
সম্প্রতি নতুন গানের ভিডিও প্রসঙ্গে দেয়া এক সাক্ষাৎকারে মিথিলা জানান, বিচ্ছেদের পর এখনও তাহসানের সঙ্গে কথা বলেন তিনি। একমাত্র সন্তান আইরা তেহরীম খানকে দেখতে তাহসান প্রায়ই তার বাসায় আসেন।
মেয়ে আইরার ব্যাপারে তারা দু’জন আলোচনা করেই সিদ্ধান্ত নেন। তবে আগামীতে তাদের এক হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে সাফ জানিয়ে দেন মিথিলা।
‘কী হলে কী হতো’ গানটি গত ৪ জুন প্রকাশ পায় ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)-এর ব্যানারে।
গানটির কথা, সুর-সংগীত করেছেন প্রদ্যুৎ চ্যাটার্জী। মঙ্গলবার (১১ জুন) দুপুর পর্যন্ত তা দেখা হয়েছে ১ লাখ ৭০ হাজার ৯১২ বার।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: