ফাঁস হল প্রিয়াঙ্কার নতুন লুক


প্রকাশিত:
২৫ জুন ২০১৯ ১৯:২৬

আপডেট:
২৬ এপ্রিল ২০২৫ ১৯:২৫

ফাঁস হল প্রিয়াঙ্কার নতুন লুক

ফাঁস হল প্রিয়াঙ্কার নতুন লুক

সাবেক মিস ওয়ার্ল্ড ও দেশীগার্ল খ্যাত বলিউডের জনপ্রিয় নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া। শুধু বলিউডের মাটিতে নয়, হলিউডেও প্রিয়াঙ্কা এখন হট ফেভারিট। আমেরিকান টিভি ধারাবাহিক ‘কোয়ান্টিকোও’ যেমন পেয়েছে জনপ্রিয়তা তমনে হলিউডি সিনেমা ‘বেওয়াচ’-এ পেয়েছেন খ্যাতি ৷



বিয়ের পর কিছুদিন হল লাইট ক্যামেরা অ্যাকশন থেকে কিছুটা দুরেই ছিলেন এই নায়িকা। তবে বহুদিন পর ফিরছেন সাবেক এই মিস ওয়ার্ল্ড। তার নতুন সিনেমা ‘দ্য স্কাই ইজ পিংক’ দিয়ে বলিউডি সিনেমায় আবারো হাজির হচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে সিনেমাটি মুক্তির আগেই ফাঁস হয়ে এর নিউ লুক।



এরই মধ্যে নিজের অংশের শুটিং শেষ করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। এখন তিনি ব্যস্ত স্বামীর সঙ্গে। ক্যালিফোর্নিয়ায় প্রিয়াঙ্কা যখন নিকের সঙ্গে পারিবারিক সঙ্গ উদযাপন করছেন, তখন আসন্ন বলিউডি সিনেমার তার লুক ফাঁস হলো। ছড়িয়ে পড়ল অন্তর্জালে। অভিনেত্রীর প্রথম ঝলকে মুগ্ধ ভক্তরা।



 



ফাঁস হওয়া ছবিটি প্রিয়াঙ্কা চোপড়ার একটি ফ্যানপেজ থেকে প্রথম শেয়ার করা হয়। শেয়ার হওয়ার সাথে সাথেই ভাইরাল হয়ে যায় ছবিটি। ছবিতে দেখা যাচ্ছে, বিরক্তিতে ঠোঁট কুঁচকেছেন প্রিয়াঙ্কা। ছবিটি সাদাকালো। বলা হচ্ছে, সিনেমার একটি গান থেকে ছবিটি নেওয়া।



প্রসঙ্গত, ‘দ্য স্কাই ইজ পিংক’ সিনেমাতে আরো রয়েছেন দঙ্গলকন্যা জাইরা ওয়াসিম, নির্মাতা-অভিনেতা ফারহান আখতার ও রোহিত সারাফ। ১১ অক্টোবর বড়পর্দায় উঠবে ছবিটি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top