শিল্পা অভিনয়ে ফিরছেন ১১ বছর পর


প্রকাশিত:
১১ জুলাই ২০১৯ ১৮:১১

আপডেট:
১৮ এপ্রিল ২০২৫ ০৮:৩৯

শিল্পা অভিনয়ে ফিরছেন ১১ বছর পর

সবশেষ তাকে অভিনয় করতে দেখা গিয়েছিল ২০০৭ সালে। ছবির নাম ছিল ‘আপনে’। তারপর ‘দোস্তানা’ ও ‘ঢিশক্যাঁও’ ছবিতে আইটেম ডান্সে দেখা গিয়েছিল তাকে। কিন্তু অভিনয় করেননি।



তবে এবার আবার অভিনয়ে ফিরছেন শিল্পা শেট্টি। শোনা যাচ্ছে, দুটি ছবি নাকি রয়েছে তার হাতে।



ছেলে ভিভানের জন্মের পর থেকে পর্দা থেকে দূরে থাকেন অভিনেত্রী। ৪৪ বছর হয়ে গেল তার। কিন্তু গ্ল্যামার এখনও সেই আগের মতোই। এতটুকু ভাটা পড়েনি তাতে। কিন্তু পরিবারকে সময় দেওয়ার জন্য খানিক বিরতি নিয়েছিলেন তিনি। ছেলে ভিভানকেই সময় দিতে চেয়েছিলেন তিনি। এখন ভিভান বড় হয়েছে। তাই এবার তিনি ফিরছেন অভিনয়ে।



শোনা গিয়েছে দু’টি ছবি নাকি রয়েছে অভিনেত্রীর হাতে। খুব শীঘ্রই নাকি এর ঘোষণা হয়ে যাবে। তখনই জানা যাবে ছবি দু’টির নাম।



 



কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে বলেছিলেন, “আমার টেবিলে এই মুহূর্তে পাঁচটা স্ক্রিপ্ট পড়ে আছে। যেটা ভাল লাগবে, করব।” কিন্তু এত তাড়াতাড়ি যে সিদ্ধান্ত হয়ে যাবে, তা বোধহয় ভাবতে পারেনি কেউ।



এই মুহূর্তে তেমন কোনও কাজ নেই শিল্পার হাতে। ইনস্টাগ্রামে যোগা ভিডিওতেই মনযোগ দিয়েছেন তিনি। প্রায়ই যোগার ভিডিও আপলোড করেন।



তিনি বলেন, “যোগা আমার মন পরিষ্কার রাখে। এখন আমার মাথা আগের চেয়ে অনেক বেশি ঠান্ডা। আমি যে পেশায় আছি, এতদিনে তো আমার ফুরিয়ে যাওয়ার কথা। কিন্তু যোগা আমাকে ফিট থাকতে সাহায্য করে। গত এগারো বছর আমি কোনও ছবি করিনি। কিন্তু আমি মনে করি আমি এখনও ফুরিয়ে যাইনি, থ্যাঙ্কস টু যোগা!”



সূত্র: টাইমস অব ইন্ডিয়া


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top