মিলান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি তিন ছবি


প্রকাশিত:
২৮ আগস্ট ২০১৯ ০০:৪৪

আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ১৫:২৮

মিলান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি তিন ছবি

প্রভাত ফেরী, বিনোদন ডেস্ক: চলতি বছরের অক্টোবর মাসের তারিখে বসতে যাচ্ছে ২৪তম মিলান চলচ্চিত্র উৎসবের আসর। সপ্তাহব্যাপী এই উৎসব চলবে ১০ অক্টোবর পর্যন্ত।



সারাবিশ্ব থেকে জলবায়ূ পরিবর্তন, পরিবেশ, অভিভাসন ফিকশন ড্রামা বিষয়ের ওপর নির্মিত সিনেমা আহ্বান করা হয় হয় এই উৎসবে। প্রতিযোগিতা ছাড়াও বেশ কিছু সিনেমা প্রদর্শিত হয় মিলান ফিল্ম ফেস্টিভ্যালে।



বাংলাদেশ থেকে এবার এই উৎসবে তিনটি সিনেমা প্রদর্শিত হবে। সিনেমা তিনটি হলো— ‘গহীনে বালুচর’, ‘জন্মভূমিজান্নাত সম্প্রতি তথ্য মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে ছবি তিনটির সাবটাইটেলসহ সিডি, ডিভিডি কিংবা পেনড্রাইভ উক্ত মন্ত্রণালয়ে পাঠানোর অনুরোধ জানিয়েছে।



গহীরে বালুচর২০১৭ সালে মুক্তি পাওয়া একটি সিনেমা। এটি পরিচালনা করেন বদরুল আনাম সৌদ। এই ছবিটির প্রেক্ষাপট চর দখল। এছাড়া রোহিঙ্গাদের নিয়ে নির্মিতজন্মভূতিসিনেমাটি পরিচালনা করেছেন প্রসূণ রহমান। আরজান্নাতপরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। জঙ্গিবাদ এর ভয়াবহতা নিয়ে এই ছবির গল্প। ২০১৮ সালে ছবিটি মুক্তি পায়।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top