এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছেন শাকিব খান, বন্ধ শুটিং


প্রকাশিত:
৩০ আগস্ট ২০১৯ ১৯:৫৯

আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ১৫:৪৮

এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছেন শাকিব খান, বন্ধ শুটিং

প্রভাত ফেরী ডেস্ক: ডেঙ্গু নিয়ে দেশজুড়ে উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যেই দেশের শীর্ষ চিত্রনায়ক শাকিব খানের জ্বরে পড়ার খবর মিলেছে। জ্বরের কারণে শুটিংয়েও যাচ্ছেন না শাকিব। সপ্তাহ খানেক ধরে জ্বরে ভোগার কথা অভিনেতা নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তবে ডেঙ্গু জ্বর নয় বলে ভক্তদের আশ্বস্তও করেছেন তিনি।



শাকিব খান জানান, ডেঙ্গু জ্বর নয়, মৌসুমি জ্বর আর জ্বরের সঙ্গে সর্দিও রয়েছে। জ্বর এখনও সারেনি। তাই বাসায় বিশ্রামে আছি। আপাতত কোনো চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিতে পারিনি, সুস্থ হওয়ার পরে দেখি কবে শুটিংয়ে ফিরতে পারি বলেও এসময় উল্লেখ করেন তিনি।



প্রতিদিন ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। দেশব্যাপী ছড়িয়ে পড়েছে এ রোগ। ঢাকাই সিনেমার নায়ক আলমগীর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন। ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর ডেঙ্গু জ্বরে ভুগছেন।  আর সেই মুহূর্তে নাম্বার ওয়ান শাকিব খানের জ্বরের খবরটি এল।



বদিউল আলম খোকনের পরিচালনায় ‘আগুন’ সিনেমার শুটিং নিয়ে এখন ব্যস্ত সময় পার করছিলেন শাকিব। এতে তার বিপরীতে অভিনয় করছেন নবাগত জাহরা মিতু। এরই মধ্যে হঠাৎ করে জ্বরে পড়েন নায়ক। জ্বরের কারণে এখন আপাদত শুটিং বন্ধ। 



ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল শাকিব খান অভিনীত ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিটি। মুক্তির অপেক্ষায় তার অভিনীত ‘শাহেন শাহ’। শাপলা মিডিয়া প্রযোজিত এ ছবি আগামী ৪ অক্টোবর মুক্তি পাবে। এতে তার বিপরীতে অভিনয় করেন নুসরাত ফারিয়া ও রোদেলা জান্নাত।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top