২৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে শুভ-মিমের ‘সাপলুডু’ ছবি
প্রকাশিত:
৪ সেপ্টেম্বর ২০১৯ ২৩:১৮
আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ১৫:৪৫

প্রভাত ফেরী ডেস্ক: বেঙ্গল মাল্টিমিডিয়ার চলচ্চিত্র মানেই চমক। প্রযোজনা প্রতিষ্ঠানটির ব্যানারে ‘সাপলুডু’ ছবিটি আসছে ২৭ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে। সুদর্শন নায়ক আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম জুটির ছবিটি ঘিরে দর্শকমহলে তুমুল আগ্রহ তৈরি হয়েছে।
প্রথম সপ্তাহে ছবিটি দেশের কতগুলো সিনেমা হলে মুক্তির পরিকল্পনা করছে প্রযোজনা প্রতিষ্ঠান। বিষয়টি নিয়ে ছবির প্রযোজক ও আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমানের সঙ্গে যোগাযোগ করা হয়।
এ ব্যাপারে তিনি বলেন, আমরা সিনেমা হল মালিকদের কাছে থেকে দারুণ সাড়া পাচ্ছি। গত এক মাস ধরেই তারা আমাকে ফোন করছেন। ছবিটি কবে রিলিজ হবে জানতে চাইছেন। আমরা আসলে কিছু পলিসি নিয়ে চলি। বিগত দিনেও আমাদের চলচ্চিত্র দর্শকনন্দিত হয়েছে। সেই জায়গা থেকে প্রথম সপ্তাহে দেশে ২৫টি সিনেমা হলের বেশি আমরা যাব না। পরবর্তীতে দর্শক আগ্রহের জায়গা থেকে আমরা হলের সংখ্যা বাড়াবো। কিন্তু ২৫টি সিনেমা হল ধরে ভালো ক্যাম্পেইন করেই আমরা শুরুটা করতে চাই।
কারণ হিসেবে সৈয়দ আশিক রহমান বলেন, অনেক সময় দেখা যায় সঠিক ক্যাম্পেইনের অভাবে দর্শক ছবি সম্পর্কে জানতে পারেন না কিংবা সিনেমা হলে যান না। দর্শকের কাছে ছবি সম্পর্কে তথ্যও থাকে না। সে কারণে আমরা ক্যাম্পেইনের দিকে গুরুত্ব দিচ্ছি। আমাদের আগের ছবি ‘যদি একদিন’ টানা তিন মাস প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছে। ফলে ‘সাপলুডু’ নিয়েও আমাদের চমকপ্রদ ক্যাম্পেইন চলবে।
দেশের বাইরে ছবির মুক্তি নিয়ে তিনি বলেন, আমরা ‘আইম্যাক্স’ বা ‘সিনেপ্লেক্স’র সঙ্গে যেভাবে চুক্তি করি। তারাও একই পলিসিতে আমেরিকা ও নর্থ আমেরিকায় একযোগে মুক্তি দেবে ‘সাপলুডু’। এছাড়া অস্ট্রেলিয়াতেও একইভাবে ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা করছে। সামনে আমরা বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানাবো। এখন সেন্সর কপির জন্য অপেক্ষা করছি। আশা করছি শিগগিরই সেন্সর কপি পেয়ে যাব। আমরা সরকারি নিয়ম কানুন মেনেই সব কাজ করবো।
ছবির পরিচালক গোলাম সোহরাব দোদুল বলেন, ‘সাপলুডু’র শুটিং চলাকালীন সময় থেকেই সবার কাছে থেকে পজিটিভ রেসপন্স পাচ্ছি। বিশেষ করে টিজার, ট্রেলার প্রকাশের পর অনেক পরিবেশনা প্রতিষ্ঠান থেকে আমার সঙ্গে যোগাযোগ করেছেন। সিনেমা হল মালিকরাও চলচ্চিত্রটি প্রদর্শনের আগ্রহ প্রকাশ করেছেন। তবে ছবির প্রযোজনা প্রতিষ্ঠানের এক ধরনের পরিকল্পনা রয়েছে মুক্তি নিয়ে। তারা প্রথম সপ্তাহে দেশে ২৫টির বেশি সিনেমা হলে চলচ্চিত্রটি মুক্তি দিতে চাইছেন না। ধীরে ধীরে সারাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দিতে চায় তারা। আমার বিশ্বাস গল্প এবং তারকা নির্ভর ছবিটি সবার ভালো লাগবে।
গেল বছরের ২৭ অক্টোবর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত অ্যাকশন-থ্রিলারধর্মী এই ছবির শুটিং হয় ঢাকা, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজারের বেশ কিছু লোকেশনে। ‘সাপলুডু’ ছবিতে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, তারিক আনাম খান, জাহিদ হাসান, শতাব্দী ওয়াদুদ, রুনা খানসহ অনেকে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: