২১ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে ভারত-বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ড


প্রকাশিত:
১০ সেপ্টেম্বর ২০১৯ ০৬:০৫

আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ১৫:৫০

২১ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে ভারত-বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ড

প্রভাত ফেরী ডেস্ক: বাংলাদেশ ও ভারতের সাংস্কৃতিক সম্পর্ক সুদৃঢ় করতে প্রথমবারের মতো হতে যাচ্ছে ভারত-বাংলা ফিল্ম অ্যাওয়ার্ড। ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়া ও বাংলাদেশের বসুন্ধরা গ্রুপের উদ্যোগে আগামী ২১ অক্টোবর ঢাকার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (নবরাত্রি হল-৪) অনুষ্ঠিত হবে এ ফিল্ম অ্যাওয়ার্ড।



আজ সোমবার (৯ সেপ্টম্বর) হোটেল রেডিসনের অন্তরা হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজনের সাথে সংশ্লিষ্টরা।



সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশের বিশিষ্ট অভিনেতা আলমগীর, অভিনেত্রী  কবরী, কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন,  ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার প্রেসিডেন্ট ফিরদৌসুল হাসান এবং নির্বাহী কমিটির সদস্য তপন রায়।



বাংলাদেশ ও ভারতের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো উন্নত করতে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করছে। এর মাধ্যমে নতুন দিগন্তের সূচনা হবে বলে মনে করেন বিশ্লেষকরা। গত এক বছরে বাংলাদেশে যেসব ছবি মুক্তি পেয়েছে সে সবের একটি তালিকা করা হয়েছে। সেই তালিকার ছবি বাংলাদেশের জুরি বোর্ড সদস্যরা দেখবেন। তারপর সেরা ছবি, কলাকুশলী নির্বাচন করবেন।



পুরস্কারের বিভাগগুলোর মধ্যে রয়েছে- সেরা ছবি, সেরা নির্মাতা, অভিনেতা, অভিনেত্রী, পার্শ্ব অভিনেতা-অভিনেত্রী, সেরা গান, সেরা কণ্ঠশিল্পী নারী-পুরুষ, পপুলার ফিল্ম ইন দ্য ইয়ার, পপুলার অ্যক্টর অ্যান্ড অ্যক্ট্রেস অব দ্য ইয়ার, লাইভ টাইম অ্যচিভমেন্ট, সেরা কাহিনী, চিত্রগ্রাহক, সেরা সম্পাদক ইত্যাদি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top