তেরি মেরি’ গানের অফিসিয়াল টিজার প্রকাশ


প্রকাশিত:
১২ সেপ্টেম্বর ২০১৯ ০১:০০

আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ১৫:৩৩

তেরি মেরি’ গানের অফিসিয়াল টিজার প্রকাশ

প্রভাত ফেরী, বিনোদন ডেস্ক: এবার প্রকাশ হলো  জনপ্রিয় সংগীত পরিচালক ও গায়ক হিমেশ রেশমিয়ার সুরে রানু মন্ডলের গাওয়া ‘তেরি মেরি’ গানটির অফিসিয়াল টিজার।  রানুর ভয়েস নেওয়ার পর গানটির কিছু অংশ প্রকাশ করেছিলেন হিমেশ।



তেরি মেরি মেরি তেরি, তেরি মেরি কাহানি’ গানের কথাগুলো এখন মানুষের মুখে মুখে ঘুরছে। এবার প্রকাশিত হলো গানটির টিজার। প্রকাশিত হওয়ার পর রাতারাতি ভাইরাল হয়ে গেছে সেটি। ‘ গানটি থাকবে হিমেশের ‘হ্যাপী হার্ডি অ্যান্ড হীর’ সিনেমায়।



হঠাৎ করে রানু ভাইরাল হলো। রানুকে দিয়ে গান গাওয়ান হিমেশ। ‘তেরি মেরি কাহানি’ গানের পর হিমেশের ‘আঁ আঁ আশিকি মে তেরি’ গানের রিমেকও গেয়েছেন রানাঘাটের রানু মণ্ডল।



হিমেশের সুরে রানুর গানগাওয়ার পেছনের গল্পটি সবার জানা। একটি বেসরকারি চ্যানেলের রিয়েলিটি শোয়ে হাজির হয়েছিলেন রানু মণ্ডল। সেখানে গেয়েছিলেন,‘এক প্যার কা নগমা হ্যায়’। তখনই তাকে নিজের সিনেমায় গান গাওয়ার প্রস্তাব দেন বিচারকের আসনে থাকা সুরকার হিমেশ রেশমিয়া।



টিজারে দেখা যাচ্ছে স্টেশনের গান গেয়ে বেড়ানো সেই রানুকে। স্টুডিওতে মাইক্রোফোনের সামনে গাইছেন তিনি দেখা যাচ্ছে এমন দৃশ্যও। এখানে হিমেশেরও দেখা মিলেছে। দেখা যাচ্ছে হিমেশের নায়িকাকেও।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top