নেটফ্লিক্সের সেরা ৫টি অরিজিনাল সিরিজ (২য় পর্ব)
প্রকাশিত:
১৯ সেপ্টেম্বর ২০১৯ ২২:৪১
আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ১৫:২৫

প্রভাত ফেরী ডেস্ক: সারা বিশ্বে অনলাইন ভিডিও স্ট্রিমিং সেবার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ‘নেটফ্লিক্স’। এই মুহূর্তে ২০০টির বেশি দেশে নেটফ্লিক্সের কার্যক্রম আছে। নেটফ্লিক্স আমাদের সিনেমা ও সিরিজ দেখার স্টাইল পালটে দিয়েছে। আগে আমরা ডিভিডি ভাড়া করতাম আর এখন নেটফ্লিক্সের হাজার হাজার সিনেমা ও সিরিজের ভিড়ে আমরা এখন বুঝে উঠতে পারি না কোনটা ছেড়ে কোনটা দেখব।
টফ্লিক্সের দেখাদেখি অ্যামাজন ও হুলু তাদের নিজস্ব স্ট্রিমিং সার্ভিস এনেছে। এছাড়া অ্যাপেলও নিজস্ব স্ট্রিমিং সার্ভিস চালু করতে যাচ্ছে।
বাংলাদেশসহ বিশ্বের অন্তত ২০০টিরও বেশি দেশে বিনামূল্যে লাইভ স্ট্রিমিং সেবা চালু করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় অনলাইন টিভি নেটওয়ার্ক নেটফ্লিক্স। তাই আজকে নেটফ্লিক্সের সেরা ৫টি সিরিজ নিয়ে আমাদের এ আয়োজনের আজ থাকছে ২য় পর্ব-
১. স্ট্র্যাঞ্জার থিংগস
দ্বিতীয় সিজন বের হওয়ার এক বছর পার হয়েছে কয়েক মাস আগেই। তারপরও নেটফ্লিক্সের পপুলার লিস্টের জায়গা ছাড়ছে না আশির দশকের নস্টালজিয়ায় ভরপুর সিরিজটি। যদি আপনি “ই.টি.” বা “দ্য গুনিস”-এর মতো সিনেমাগুলো ভালোবেসে থাকেন, তাহলে স্ট্র্যাঞ্জার থিংগস আপনার ভালো লাগবেই।
২. হাউজ অফ কার্ডস
প্রথম পাঁচটি সিজনের পর শেষ সিজনে এসে ক্লেইর আন্ডারউডকে প্রধান চরিত্রে দেখা যাবে সিরিজটিতে। পঞ্চম সিজনে কেভিন স্পেসির স্ক্যান্ডালের পর হাউজ অফ কার্ডসের ৬ষ্ঠ ও শেষ সিজন ঘোষণা করা হয়। প্রথম থেকেই বেশ জনপ্রিয় পলিটিকাল ড্রামাটি নেটফ্লিক্সের সেরা অরিজিনাল সিরিজের তালিকায় ছিল। পলিটিকাল ড্রামা পছন্দ করলে বিঞ্জ ওয়াচের জন্য ছয়টি সিজন অপেক্ষা করছে আপনার জন্য।
৩.জেসিকা জোন্স
জেসিকা জোন্স দ্বিতীয় সিজনের পর এখনো তার জনপ্রিয়তা ধরে রেখেছে। মার্ভেলের একটি ডার্ক চরিত্র জেসিকা। অল্প সময়ের জন্য সুপারহিরো’র জীবন কাটানোর পর জেসিকা তার নিজস্ব গোয়েন্দা সংস্থা খুলে কাজ করতে থাকে। তা থেকেই জেসিক জোন্সের কাহিনী এগোতে থাকে। মার্ভেলের ডার্ক সাইডের স্বাদ নিতে চাইলে জেসিকা জোন্স দেখে ফেলা উচিত হবে আপনার।
৪.এটিপিকাল
১৮ বছর বয়সী হাই ফাংশনিং অটিজম নিয়ে জন্ম নেওয়া স্যামের গল্প এটিপিকাল। মাস্টার অফ নানের মতো এটিও একটি থটফুল কমেডি। তবে ড্রামা জনরাতেও ফেলা যায় সিরিজটিকে। দ্বিতীয় সিজনের পর জনপ্রিয়তা পেয়েছে এটিপিকাল। ভাল অভিনয়, নির্মাণ, কমেডি ও ড্রামার মিশ্রণের কোনো কিছু খুজলে এটিপিকাল একটি ভাল অপশন হবে।
৫. দ্য হন্টিং অফ হিল হাউজ
প্রথম সিজনেই বেশ জনপ্রিয় হয়ে ওঠা সিরিজটি একটি সুপারন্যাচারাল হরর। সিরিজের প্লট এক্সিকিউশন চমৎকার। এটা আপনাকে ভয় পাইয়ে দেওয়ার সাথে সাথে একটি পারিবারিক ড্রামাও দেখাবে। হরর জনরা পছন্দ করা সিরিজ দর্শকের জন্য দ্য হন্টিং অফ হিল হাউজ বাদ রাখা ঠিক হবে না।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: