প্রথম ‘মিসেস বাংলাদেশ’ হলেন মুনজারিন মাহবুব অবণী
প্রকাশিত:
২৩ সেপ্টেম্বর ২০১৯ ২২:০৫
আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ১৪:২০

প্রভাত ফেরী ডেস্ক: বিবাহিত নারীদের নিয়ে বাংলাদেশে প্রথমবারের মত অনুষ্ঠিত হয়ে গেলো ‘মিসেস বাংলাদেশ’ সুন্দরী প্রতিযোগিতার আসর। দুই বছরের দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে বাছাই করা হয়েছিলো সেরা দশ মিসেসকে। এই দশ জনের মধ্য থেকেই বিজয়ী হয়ে ‘মিসেস বাংলাদেশ’ হলেন মুনজারিন মাহবুব অবণী। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন এক লাখ টাকা।
গুলশান ক্লাবে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে রাবেয়া সুলতানা ও মাটি সিদ্দিকী।
দুই হাজার প্রতিযোগির মধ্য থেকে বাছাই করা সেরা দশ প্রতিযোগি অংশ নেন চূড়ান্ত পর্বে। সেরা দশে অন্য প্রতিযোগিরা হলেন- আফরিন আনিস রহমান, সুমা নুসরাত, মনিয়া, আবাফা দিলশা, রুমানা, সানজিদা ও সামান্তা।
বাংলাদেশ প্রতিযোগিতার আয়োজক–প্রধান অপূর্ব আবদুল লতিফ বলেন, 'বাংলাদেশে বিবাহিত মেধাবী নারীদের নিয়ে এ রকম কোনো আয়োজন আগে হয়নি। নারীর শক্তি ও জাগরণকে একধাপ এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এ আয়োজন।'
জানা গেছে, ‘মিসেস বাংলাদেশ’ চ্যাম্পিয়ন মুনজারিন মাহবুব অবণী আগামী ৬ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিতব্য ‘মিসেস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: