সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়কে এক করে একক মন্ত্রণালয় গঠনের সুপারিশ


প্রকাশিত:
২৬ সেপ্টেম্বর ২০১৯ ২৩:৫০

আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ১৪:১১

সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়কে এক করে একক মন্ত্রণালয় গঠনের সুপারিশ

প্রভাত ফেরী ডেস্ক: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় পর্যটন মন্ত্রণালয়কে এক করে একটি একক মন্ত্রণালয় গঠনের সুপারিশ করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে বলা হয়, এই দুই মন্ত্রণালয়ের কাজ অনেকটাই অভিন্ন। দুই মন্ত্রণালয় এক হয়ে কাজ করলে অনেক ধরনের সুবিধা ও উন্নয়নের কথাও এসময় উল্লেখ করা হয়।



কমিটির বৈঠকে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের কাক্ষিত বিকাশ পর্যটন শিল্পের উন্নয়নের জন্য আরো উন্নয়নমূলক কার্যক্রম হাতে নেয়ার জন্য বিশেষ অনুরোধ করা হয়।



 বুধবার বিকালে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন সংসদীয় কমিটির সভাপতি সিমিন হোসেন (রিমি) বৈঠকে কমিটির সদস্য সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ, মমতাজ বেগম, কাজী কেরামত আলী, অসীম কুমার উকিল সুবর্ণা মুস্তাফা উপস্থিত ছিলেন।



কমিটি সূত্র জানায়, বৈঠকে নজরুল ইনস্টিটিউটের চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। সময় জানানো হয়, কবি নজরুল ইনস্টিটিউট কর্তৃকনজরুলের অপ্রচলিত গানের সুর সংগ্রহ, স্বরলিপি প্রণয়ন, সংরক্ষণ প্রচার এবং নবীন প্রজন্মকে উদ্বুদ্ধকরণশীর্ষক প্রকল্প চলমান রয়েছে।



এছাড়া লোকসংগীত সংরক্ষণের ব্যাপারে বাংলাদেশ শিল্পকলা একাডেমির কার্যক্রম বিশেষভাবে চিলমারী (কুড়িগ্রাম) এলাকার বিলুপ্ত প্রায় ঐতিহ্যবাহী ভাওয়াইয়া সংগীত সংরক্ষণের বিষয়ে আলোচনা হয়।   সময় জানানো হয়, লোক সংস্কৃতি সংগ্রহ সংরক্ষণ কার্যক্রমের মাধ্যমে ২০১৬ সালে ১৩ হাজার ৪৮১টি গান সংরক্ষণ করা হয়, যা বাংলাদেশ শিল্পকলা একাডেমি ন্যাশনাল আর্কাইভে সংরক্ষিত আছে। আলোচনা শেষে দেশের প্রতিটি জেলার নিজস্ব লোকসংগীত স্থানীয় সুরসহ সংগ্রহ করার লক্ষ্যে অধিকতর কার্যকর পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।



ইনস্টিটিউট কর্তৃক নজরুল জীবনভিত্তিক তথ্যচিত্রনজরুল জীবন পরিক্রমাএবং ১৭ খন্ডেনজরুল সমগ্রপ্রকাশ করা হয়েছে। বৈঠকে রাজবাড়ী অ্যাক্রোবেটিক সেন্টারের অসমাপ্ত কাজ সমাপ্ত করাসহ অবকাঠামো উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং অ্যাক্রোবেটিক শিল্পীদের সম্মানি ভাতা বৃদ্ধির সুপারিশ করা হয়।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top