আর্মি স্টেডিয়ামে ফোক ফেস্ট শুরু হচ্ছে ১৪ নভেম্বর


প্রকাশিত:
২৩ অক্টোবর ২০১৯ ২৩:৪৪

আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ১৪:২০

আর্মি স্টেডিয়ামে ফোক ফেস্ট শুরু হচ্ছে ১৪ নভেম্বর

প্রভাত ফেরী ডেস্ক: আবারও আয়োজিত হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার লোকসংগীতের সর্ববৃহৎ আসর ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট। আগের মতো জাঁকালো এই উৎসবের পঞ্চম আসরটিও বসবে রাজধানীর আর্মি স্টেডিয়ামে। তিন দিনব্যাপী এই আয়োজন ১৪ নভেম্বর শুরু হয়ে চলবে ১৬ নভেম্বর পর্যন্ত।



মঞ্চে আলোর ঝলকানির সাথে সাথে জমে উঠবে এবারের আসর। এবারওঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট ২০১৯এর আয়োজন করছেনসান ফাউন্ডেশন



আয়োজকরা জানিয়েছেন, লোকসংগীত- হবে বাংলাদেশকে এবং বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরার নতুন উপলক্ষ্য। বাস্তবতা অনুপ্রেরণা থেকে পঞ্চমবারের মতো বসছে ফোক ফেস্টের আসর। জানা গেলো, দর্শকরা আগের মতোই বিনামূল্যে শুধুমাত্র অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করতে পারবেন।



লোকসংগীতের নতুন প্রতিভা অন্বেষণের প্রতিযোগিতাম্যাজিক বাউলিয়ানা ২০১৯উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব তথ্য জানান, ফোক ফেস্টের আয়োজক প্রতিষ্ঠান সান ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।



উল্লেখ্য, ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট ২০১৫ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে। সাফল্যের ধারা অব্যাহত রাখতেই পঞ্চমবারের মতো সান ফাউন্ডেশনআন্তর্জাতিক লোকসংগীত উৎসব ২০১৯আয়োজন করছে। এই আয়োজনে বাংলদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতিমান শিল্পীরা লোকসংগীত পরিবেশন করে থাকেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top