নানা হলেন চলচ্চিত্র অভিনেতা ডিপজল


প্রকাশিত:
১২ নভেম্বর ২০১৯ ০৪:১৪

আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ১৪:০৬

নানা হলেন চলচ্চিত্র অভিনেতা ডিপজল

প্রভাত ফেরী ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রযোজক কয়েকদিন আগেই সুখবর দিয়েছিলেন এবার তিনি নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। এবার আসলো ডিপজলের পরিবারের আরও এক সুখবর। নানা হয়েছেন চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তার কন্যা ওলিজা মনোয়ার নভেম্বর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।



নবজাতকের নাম রাখা হয়েছে ওলসায় রাহমান। পুত্র মা দুজনই সুস্থ আছেন। এদিকে ডিপজলের সঙ্গে যোগাযোগ করা হলে উচ্ছ্বসিত অভিনেতা বলেন, ‌‘উৎসব, উৎসব; বাসায় উৎসব চলতাসে। আমি নানা হইসি।



এছাড়া রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন ওলিজা মনোয়ার নিজেও।



তিনি লিখেছেন, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ্ ওলিজার শুভাকাঙ্ক্ষীরা শুভকামনা জানাচ্ছেন তাকে তার অনাগত সন্তানকে। এছাড়া চলচ্চিত্র জগতের অনেকেই শুভকামনা জানাচ্ছেন।



গত বছরের জুনে মেয়ের বিয়ে দেন ডিপজল। ওলিজার স্বামীর নাম অর্পণ। তিনি পেশায় ব্যবসায়ী। পারিবারিকভাবে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তারপর গেল বছর ২৮ জুন বড় আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top