৩০ পেরোনোর আগেই বিয়ে করতে চান আলিয়া


প্রকাশিত:
৭ জুন ২০১৮ ০৯:৩৪

আপডেট:
৭ এপ্রিল ২০২৫ ১১:১০

৩০ পেরোনোর আগেই বিয়ে করতে চান আলিয়া

এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী বলিউড হার্টথ্রব আলিয়া ভাট। অনেকদিন ধরেই বলি পাড়ায় চলছে রণবীর কাপুরের সঙ্গে তার প্রেমের গুঞ্জন। যদিও ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে খুব কম কথাই বলে থাকেন আলিয়া। তবে সম্প্রতি তিনি জিকিউ ম্যাগাজিনের কাছে স্বীকার করলেন রণবীরের সঙ্গে তার প্রেম চলার বিষয়টা।



প্রেমের বিষয়টি স্বীকার করে নেওয়ার কয়েকদিনের মধ্যেই ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসে দেওয়া এক সাক্ষাৎকারে আলিয়া কথা বলেছেন নিজের বিয়ের প্রসঙ্গেও। ওই সাক্ষাৎকারটিতে তিনি জানিয়েছেন ‘এ মুহূর্তে আমি বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা না করলেও, আশা করছি ৩০ বছর বয়সে পৌঁছানোর আগেই বিয়ের পিঁড়িতে বসবো।’



 



‘রাজি’ খ্যাত ২৫ বছর বয়সী এ তারকা অভিনেত্রী আগামী পাঁচ বছরের মধ্যেই আবদ্ধ হচ্ছেন বিবাহ বন্ধনে, অন্তত তার কথায় সে রকম ইশারাই রয়েছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top