দীপিকার বাড়িতে আগুন


প্রকাশিত:
১৩ জুন ২০১৮ ১৩:১৯

আপডেট:
৭ এপ্রিল ২০২৫ ১১:৫৬

দীপিকার বাড়িতে আগুন

ভারতের মুম্বাইয়ের ওরলির একটি বহুতল ভবনে আগুন লেগেছে। সেখানে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে। বুধবার দুপুরের পর ওই ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে।  



 



এই ভবনের ২৬ তলায় থাকেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। তবে আগুন লেগেছে ৩২ তলায়। আগুন লাগার সময় এই ভবনে ছিলেন না দীপিকা। আর দীপিকার ফ্ল্যাটেরও তেমন ক্ষয়ক্ষতি হয়নি। দীপিকা বর্তমানে শুটিংয়ে রয়েছেন বলে জানা গেছে।



 



 



দীপিকার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ‘দীপিকার ফ্ল্যাটে আগুন লাগেনি। ৩২ তলায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। দীপিকা শুটিংয়ে রয়েছেন।



 



এদিকে মুম্বাইয়ের ওরলির ওই বহুতল ভবনে আগুন লাগার পর পরই বিষয়টি নিয়ে টুইট করে মুম্বাই পুলিশ। আগুন যাতে শিগগিরই নিয়ন্ত্রণে আনা যায়, সেই চেষ্টাই করা হচ্ছে।



 



মুম্বাই পুলিশ জানায়, এরই মধ্যে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পুলিশ সেখানে দায়িত্ব পালন করছে।



 



শেষ খবর পাওয়া পর্যন্ত, ওই ঘটনায় কোনও মন্তব্য করেননি দীপিকা। তবে আগুন লাগার পরপরই ওই ভবনের সামনে মানুষের ভিড় জমে গেছে


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top