অবশেষে মুক্তি পেলো শাকিব খান ও নুসরাত ফারিয়ার অভিনীত ‘শাহেনশাহ’


প্রকাশিত:
৭ মার্চ ২০২০ ০১:৪২

আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ১৪:০৮

ফাইল ছবি

প্রভাত ফেরী: অবশেষে কোন রকম প্রচার ছাড়াই আজ মুক্তি পেলো সুপারস্টার শাকিব খান অভিনীত ‘শাহেনশাহ’ দেশের ৭৭টি প্রেক্ষাগৃহে একসাথে মুক্তি পেল ছবিটি। শাকিব খান অভিনীত সিনেমাটিতে তার বিপরীতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।

শাহেনশাহ’ সিনেমাটিতে প্রথমবারের মত জুটি বেঁধেছেন শাকিব খান, নুসরাত ও নবাগত রোদেলা জান্নাত। এছাড়া অভিনয় করেছেন মিশা সওদাগর, উজ্জ্বল, আহমেদ শরিফ, অনুভব মাহবুব, লিটন হাসমি। সিনেমাটি পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি।

শুক্রবার (৬ মার্চ) সিনেমাটি প্রদর্শন শুরু হয়েছে। এর আগে সিনেমাটি মুক্তি নিয়ে বেশ কয়েকবার তারিখ পিছিয়ে দেয়া হয়েছিলো। শামীম আহমেদ রনি পরিচালিত ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন নবাগত অভিনেত্রী রোদেলা জান্নাত।

‘শাহেনশাহ’র মুক্তিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নুসরাত ফারিয়া। তিনি বলেন, অবশেষে সিনেমাটি মুক্তি পেল। বেশ ভালো লাগছে। দর্শকদের ভালো কিছু উপহার দেওয়ার জন্য ‘শাহেনশাহ’ করতে দিয়ে কঠোর পরিশ্রম করতে হয়েছে। এখন দর্শক সিনেমাটি পছন্দ করলেই আনন্দিত হব।

শাপলা মিডিয়া প্রযোজিত সিনেমাটিতে শাকিব-ফারিয়া ছাড়াও আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, উজ্জ্বল, আহমেদ শরিফ, অনুভব মাহবুব, লিটন হাসমি প্রমুখ।

এর আগে সিনেমাটির শুটিং শেষ হয়েছে গেল বছরের ফেব্রুয়ারি মাসে; ‘শাহেনশাহ’ সেন্সর ছাড়পত্র পেয়েছিল মার্চ মাসে। এরপর বছর জুড়ে মুক্তির একাধিক তারিখ ঘোষণা করেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top