১৮ মার্চ থেকে বাংলাদেশের সকল সিনেমা হল বন্ধ ঘোষণা


প্রকাশিত:
১৭ মার্চ ২০২০ ০৩:০২

আপডেট:
১৭ মার্চ ২০২০ ২০:১০

ফাইল ছবি

প্রভাত ফেরী: করোনা ভাইরাসের মহামারি ঠেকাতে দেশের সব প্রেক্ষাগৃহ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৬ মার্চ বিকাল সাড়ে ৫টায় বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি আনুষ্ঠানিক ও লিখিতভাবে এ ঘোষণা দিয়েছে। তবে সিনে মাল্টিপ্লেক্সগুলো এর আওতার বাইরে থাকবে।

বুধবার থেকে দেশের সকল প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শন বন্ধ থাকবে। বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি বলেন, বিশ্বের অনেক দেশ করোনায় আক্রান্ত হয়েছে। বাংলাদেশেও করোনা রোগী সনাক্ত হয়েছে। যেহেতু জনসমাগমের কারণে এই ভাইরাসের সংক্রমণের সম্ভাবনা বেশি থাকে, তাই আমরা আপাতত প্রেক্ষাগৃহ বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। এনিয়ে রোববার (১৫ মার্চ) সমিতির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। তাছাড়া সোমবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) প্রযোজক সমিতির কার্যালয়ে আরেকটি সভা অনুষ্ঠিত হাওয়ার পর বিকেলে আমরা আনুষ্ঠানিকভাবে সবাইকে বিষয়টি জানিয়ে দিয়েছি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top