আনুশকা কেন রেগে গেলেন


প্রকাশিত:
১৮ জুন ২০১৮ ১৩:০৫

আপডেট:
৭ এপ্রিল ২০২৫ ১১:১৫

আনুশকা কেন রেগে গেলেন

অন্যায় দেখলে কিছুতেই চুপ করে থাকতে পারেন না বলিউড নায়িকা আনুশকা শর্মা। এ সত্যের প্রমাণ তিনি আবারও দিলেন সম্প্রতি। প্রকাশ্য রাস্তাতেই অগ্নিমূর্তি ধারণ করলেন। কিন্তু ঠিক কী ঘটেছিল? যাতে এতটা রিঅ্যাক্ট করলেন আনুশকা? পুরো ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন স্বয়ং বিরাট কোহলি।



 



এ খবর প্রকাশ করেছে কলকাতার দৈনিক আনন্দবাজার। সে খবরে আরও বলা হয়, সম্প্রতি মুম্বইতে রাস্তা দিয়ে যেতে যেতে আনুশকা দেখেন, এক ব্যক্তি গাড়ি থেকে রাস্তায় প্লাস্টিক ফেলছেন।



তখনই গাড়ি থামান আনুশকা। মুম্বইয়ে সাধারণ কোনো ব্যক্তির সঙ্গে আনুশকা শর্মার মতো নায়িকা গাড়ি থামিয়ে কথা বলছেন, এ হয়তো অনেকের কাছেই স্বপ্ন। কিন্তু ওই ব্যক্তির কাছে তা সম্ভবত ছিল দুঃস্বপ্নের মতো। গাড়ি থেকে আনুশকা রেগে উঠে বলেন, ‘আপনি রাস্তায় নোংরা ফেলছেন কেন? মনে রাখবেন, রাস্তায় আপনি এভাবে প্লাস্টিক ফেলতে পারেন না।’ এই ভিডিওটি শেয়ার করে বিরাট লেখেন, ‘দেখুন, এরা রাস্তায় নোংরা ফেলছেন। ব্র্যান্ডেড গাড়িতে চলাফেরা করছেন, অথচ বুদ্ধি রয়েছে পায়ে। এরা আমাদের দেশকে পরিষ্কার রাখবে? আপনিও যদি এমন কিছু দেখেন একইভাবে প্রতিবাদ করুন, সচেতনতা ছড়িয়ে দিন।’



ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই আনুশকাকে সমর্থন করেছেন। ২০১৭ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছ্ব ভারত অভিযানের মুখ ছিলেন আনুশকা শর্মা। দর্শক মহলের একটা অংশের মন্তব্য, সে কারণেই হয়তো প্লাস্টিক ফেলে রাস্তা নোংরা করার কারণে ঐ লোকটির ওপর রেগেছিলেন নায়িকা।



 



 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top