২০ বছরে পা দিল হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’
প্রকাশিত:
১ এপ্রিল ২০২০ ০৬:০১
আপডেট:
১ এপ্রিল ২০২০ ০৬:০৪

প্রভাত ফেরী: অবশেষে ২০ বছরে পা দিল নন্দিত কথা সাহিত্যিক,লেখক ও নির্মাতা হুমায়ূন আহমেদ নির্মিত শ্রাবণ মেঘের দিন। বিংশ শতাব্দীর শুরুর দিকে ‘শ্রাবণ মেঘের দিন’ সিনেমা দিয়ে বাংলাদেশের চলচ্চিত্রে নতুন ভাবনা, নতুন মাত্রার যোগ করেছিলেন তিনি।
হুমায়ূন আহমেদের লেখা শ্রাবণ মেঘের দিন উপন্যাস অবলম্বনে নুহাশ চলচ্চিত্রের ব্যানারে নির্মিত এ সিনেমাটি মুক্তি পায় ২০০০ সালের ৩১ মার্চ অর্থাৎ আজকের এই দিনে। দেখতে দেখতে ছবিটি মুক্তির ২০ বছর পেরিয়ে গেলো।
এ নিয়ে আজ দুপুরে ছবিটির কুসুম চরিত্র রূপদানকারী মেহের আফরোজ শাওন একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেন, “আমার নাম কুসুম। বাপজান আপনারে আনসে আমার সাথে বিবাহ দেয়নের জন্য। আমারে কি আপনের পছন্দ হইসে?”
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: