গেন্দা ফুল নিয়ে বিতর্কের পর রতন কাহারকে ৫ লাখ রুপি দিলেন বাদশা


প্রকাশিত:
৮ এপ্রিল ২০২০ ০৩:০৬

আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ১৪:২৮

লোকশিল্পী রতন কাহার ও র‌্যাপার বাদশা

প্রভাত ফেরী: কিছুদিন আগেও লোকশিল্পী রতন কাহারকে কেউই চিনতো না। কিন্তু গেন্দা ফুল নামে একটি গানের মিউজিক ভিডিওর সুবাদে এখন ব্যাপক আলোচিত তিনি। জীবনে কখনও এমন লাইমলাইট উপভোগ করা হয়নি এই শিল্পীর।

সত্তর দশকে বেশ কিছু লোকজ আঙ্গিকের গান সৃষ্টি করেছিলেন রতন কাহার। এরমধ্যে অন্যতম ‘বড় লোকের বিটি লো’। এটাই ব্যবহৃত হয়েছে ‘গেন্দা ফুল’ গানে। তবে তার নাম কোথাও উল্লেখ নেই।

এ নিয়ে বিতর্কের মুখে পড়েন র‌্যাপার বাদশা। তিনিই ‘গেন্দা ফুল’-এর সংগীতায়োজন করেছেন। তবে ‘বড় লোকের বিটি লো’ কার লেখা তা নাকি জানতেন না! তাই এটাকে বাংলা লোকগান হিসেবে ব্যবহার করেছেন ৩৪ বছর বয়সী এই র‌্যাপার।

তবে রতন কাহারকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মুখ খোলেন বাদশা। তিনি বলেছিলেন, ‘লকডাউন না থাকলে রতন কাহারের সঙ্গে গিয়ে দেখা করতাম। তাকে যেকোনও উপায়ে সাহায্য করতে পারলে আমার ভালো লাগবে। শুনেছি তিনি আর্থিক কষ্টে আছেন।’

কথা দিয়ে কথা রেখেছেন বাদশা। প্রবীণ লোকশিল্পীর কাছে পাঁচ লাখ রুপি পাঠিয়েছেন তিনি।

বাদশার প্রতিনিধিরা সোমবার (৬ এপ্রিল) রতন কাহারের ব্যাংক অ্যাকাউন্টে অনলাইনের মাধ্যমে এই অঙ্ক জমা দেন। সম্মানি পেয়ে খুবই খুশি পশ্চিমবঙ্গের বীরভূমের থাকা লোকশিল্পী। র‌্যাপারকে ফোনে ধন্যবাদ জানিয়েছেন তিনি। লকডাউন শেষ হলে তিনি বাদশাকে বাড়িতে আসারও আমন্ত্রণ জানান।

‘গেন্দা ফুল’ গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। এতে ‘বড় লোকের বিটি লো লম্বা লম্বা চুল/এমন মাথায় গেঁথে দেবো লাল গেন্দা ফুল’ লাইনগুলো গেয়েছেন পায়েল দেব। হিন্দি ও পাঞ্জাবি অংশ গেয়েছেন বাদশা নিজেই।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top