ব্রাজিল নাকি আর্জেন্টিনা


প্রকাশিত:
২৪ জুন ২০১৮ ০১:০৫

আপডেট:
৭ এপ্রিল ২০২৫ ১১:৫৬

ব্রাজিল নাকি আর্জেন্টিনা

ফুটবল উন্মাদনায় ভাসছে বিশ্ববাসী। বাদ পড়েনি বাংলাদেশও। এ দেশের মানুষও অধির আগ্রহে এই খেলা উপভোগ করছেন। দেশের অধিকাংশের পছন্দের তালিকায় রয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল। এ নিয়ে ইতোমধ্যেই গান, মিউজিক ভিডিও, নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। এবার ‘ব্রাজিল নাকি আর্জেন্টিনা?’ শিরোনামের গানে কণ্ঠ দিলেন প্রতীক হাসান। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করে গতকাল ২২ জুন ইউটিউবে প্রকাশ করা হয়।



অনুরূপ আইচের লেখায় ‘ব্রাজিল নাকি আর্জেন্টিনা?’ গানটির মিউজি ভিডিও নির্মাণ করেছেন চলচ্চিত্র নির্মাতা সৈকত নাসির। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন জুয়েল মোরশেদ। গানটিতে শিল্পী প্রতীক হাসান ছাড়াও মডেল হিসেবে অংশ নিয়েছেন আইরিন আফরোজ, আনোয়ারসহ অনেকে। ধ্রুব মিউজিক স্টেশনের নিজস্ব ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপলোড করা হয়।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top