নভেম্বরে রণবীর দীপিকার বিয়ে !!
প্রকাশিত:
২৭ জুন ২০১৮ ১৪:৩৮
আপডেট:
৭ এপ্রিল ২০২৫ ১১:০৫

দীর্ঘ পাঁচ বছর পর স্বীকার করলেন বলিউড ডিভা দীপিকা পাড়ুকনে৷ মিডিয়ার বিভিন্ন প্রশ্ন এতদিন এড়িয়েই এসেছিলেন তিনি ৷ অবশেষে রণবীরের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করলেন দীপিকা। রণবীর সিংএর ইনস্টাগ্রামে পোস্টে কমেন্ট সেকশনে লিখে বসলেন ‘গরহব’. ব্যস! ফ্যানেদের নজরে পড়তে কী আর বেশি সময় লাগে৷ দীপিকার কমেন্ট দেখতেই সঙ্গে সঙ্গে তার কমেন্টের স্ক্রিনশট নিয়ে নিলেন ভক্তরা৷ আর স্ক্রিনশট যখন নেওয়াই হয়ে গিয়েছে তখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিতে আর কতক্ষণ৷ দীপিকা হয়েছে ভেবেছিলেন অগণিত মানুষের কমেন্টের মাঝে তিনি যদি কমেন্ট করে বসেন তাহলে কারও হয়তো চোখে পড়বে না৷ এরপর ভক্তরা ধরেই নিয়েছেন যে বিয়ের গুঞ্জন একেবারেই মিথ্যে নয়৷ এতদিন তাঁদের হাবভাবে খানিক বোঝা যেত তবে এই কমেন্টে শিলমোহর পড়ল তাঁদের বিয়ের খবরে ৷ এ বছর নভেম্বরে ঠিক হয়েছে বিয়ের দিন৷ বিয়ের কেনাকাটা এখনও চলছে৷
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: