মাওলানা আকরম খাঁর মৃত্যুবার্ষিকী আজ
প্রকাশিত:
১৮ আগস্ট ২০১৯ ২২:৩৪
আপডেট:
১৮ মার্চ ২০২৫ ০১:২৩

প্রভাত ফেরী ডেস্ক: বঙ্গীয় মুসলমান সমাজে সাংবাদিকতার পথিকৃৎ মাওলানা আকরম খাঁর মৃত্যুবার্ষিকী আজ। ১৯৬৮ সালের এই দিনে শতায় লাভকারী এই সাংবাদিক, সাহিত্যিক, রাজনীতিক ইহলোক ত্যাগ করেন। অবিভক্ত বঙ্গে মুসলমানদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও ধর্মীয় স্বার্থ রক্ষায় দৈনিক আজাদের মাধ্যমে ঐতিহাসিক ভূমিকা রেখেছেন মাওলানা আকরম খাঁ । গদ্য সাহিত্যে বাংলা, আরবি, উর্দু, ফারসি ও সংস্কৃতির অপূর্ব ধারা সৃষ্টি করে গেছেন । ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়েও নারী স্বাধীনতা ও সঙ্গীত চর্চার ক্ষেত্রে অবদান রেখে গেছেন।
মাওলানা আকরম খাঁর জন্ম ১৯৬৮ সালের ৭ জুন পশ্চিম বঙ্গের চব্বিশ পরগনায় এক পীর বংশে। যদিও তার পূর্ব পুরুষরা ছিলেন যশোর-খুলনা সীমান্তের পরগ্রামের হিন্দু ব্রাহ্মণ। কৈশোরে কলেরা রোণে আকরম খার মা-বাবা দু’জন একইদিনে মারা যান। প্রতিপালিত হন মাতামহের কাছে। ধর্মীয় শিক্ষার প্রতি অনুরাগবশত ইংরেজি স্কুল ত্যাগ করে ১৮৯৬ তে ভর্তি হন কলকাতা আলিয়া মদ্রাসায়। সে সময় ফুটবলের একজন কৃতী খেলোয়াড় হিসেবে তিনি খুব নাম করেন। মুসলিম স্পোর্টিং ক্লাবের অন্যতম সদস্য তিনি।
বঙ্গভঙ্গ আন্দোলন, খেলাফত ও অসহযোগ আন্দোলন, স্বরাজ আন্দোলনে ব্যাপক ভূমিকা ছিলো তার। এ জন্যে কারাভোগও করেছেন। তিনি বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের সভাপতি, পূর্ব পাকিস্তান প্রাদেশিক মুসলিম লীগের সভাপতি, নিখিল পাকিস্তান মুসলিম লীগের সহ-সভাপতি ছিলেন। মুসলিম লীগ থেকে পাকিস্তান গণপরিষদের সদস্য নির্বাচিত হন। ৫১ তে মুসলিম লীগ ত্যাগ করেন। ৫৪ তে রাজনীতি থেকে অবসর নিয়ে সাংবাদিকতায় পুনরায় আত্মনিয়োগ করেন। সাংবাদিকদের অধিকার আদায়ের সংগ্রামে তার অবদান ঐতিহাসিক। ধর্ম, রাজনীতি, সমাজচিন্তামূলক গ্রন্থ রচনায় তার ছিলো অসাধারণ প্রতিভা। মোস্তফা তরিত, তসমিরুল কোরআন বাংলা সাহিত্যে তার অক্ষয় কীর্তি।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: