ইতিহাসের এই দিনে : ৩০ জানুয়ারি ২০২০
প্রকাশিত:
৩১ জানুয়ারী ২০২০ ০৮:০৩
আপডেট:
১৮ মার্চ ২০২৫ ০১:২৩

আজ ৩০ জানুয়ারি ২০২০। ১৬ মাঘ ১৪২৬। প্রভাত ফেরী পাঠকদের জন্য আজকের তারিখে ইতিহাসে ঘটা উল্লেখযোগ্য ঘটনাপ্রবাহ।
৩০ জানুয়ারি ২০২০
- ১৮৮২ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের ৩২তম রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন ডেলানো রুজভেল্ট এর জন্ম।
- ১৮৮৯ সালের এই দিনে ভিয়েনার যুবরাজ রুডলফ ও তার ১৮ বছরের প্রেয়সীর আত্মহত্যা।
- ১৯১৭ সালের এই দিনে কথাশিল্পী নরেন্দ্রনাথ মিত্রের জন্ম।
- ১৯৪৮ সালের এই দিনে ভারতের স্বাধীনতার প্রতিষ্ঠাতা ও জাতীয় নেতা মোহন দাশ করমচাঁদ গান্ধী (মহাত্মা গান্ধী) এক গোড়া হিন্দুর হাতে নিহত হন।
- ১৯৭৫ সালের এই দিনে শিশু সাহিত্যিক মোহাম্মদ নাসির আলীর মৃত্যু।
- ১৯৮০ সালের এই দিনে ভেনিজুয়েলীয় বংশোদ্ভূত মার্কিন অভিনেতা উইল্মার ভালদারামা এর জন্ম।
এই দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনা-
- ১৬৪১ সালের এই দিনে মালাবির মালাক্কা ছেড়ে দিতে ডাচদের কাছে পর্তুগিজদের আত্মসমর্পণ ।
- ১৬৪৮ সালের এই দিনে মুয়েন্সতারে স্পেন ও নেদারল্যান্ডসের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর ।
- ১৬৪৯ সালের এই দিনে কমনওলেথ অব ইংল্যান্ড প্রতিষ্ঠিত হয়।
- ১৮৪০ সালের এই দিনে চীনের সম্রাট ব্রিটেনের সাথে সব ধরনের বাণিজ্য নিষিদ্ধ ঘোষণা করেন।
- ১৯০২ সালের এই দিনে চীন ও কোরিয়ার স্বাধীনতার জন্য জাপানের সাথে ব্রিটেনের চুক্তি স্বাক্ষর।
- ১৯৩৩ সালের এই দিনে হিটলার জার্মানির চ্যান্সেলর হন এবং জার্মানিতে ফ্যাসিবাদী একনায়কতন্ত্রের উত্থান ঘটে।
- ১৯৬৪ সালের এই দিনে দ: ভিয়েতনামের জেনারেল নগুয়েন খানের সাইগনে সেনা অভ্যুনত্থানের মাধ্যমে ক্ষমতা দখল।
- ১৯৭২ সালের এই দিনে সাহিত্যিক ও চলচ্চিত্রকার জহির রায়হান নিরুদ্দেশ হন।
- ১৯৭২ সালের এই দিনে পাকিস্তানের ব্রিটিশ কমনওয়েলথ ত্যাগ।
- ১৯৭২ সালের এই দিনে ন্যাপ, কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের সম্মিলিত গেরিলা বাহিনীর অস্ত্র সমর্পণ।
- ১৯৮২ সালের এই দিনে ৪০০ লাইন দীর্ঘ ১ম কম্পিউটার ভাইরাস কোড এল্ক ক্লোনার লিখেন রিচার্ড স্ক্রেন্টা। এটি এ্যাপল কম্পিউটারের বুট প্রোগ্রাম ধ্বংস করে দেয়।
- ১৯৮৯ সালের এই দিনে আফগানিস্তানের কাবুলে আমেরিকার দূতাবাস বন্ধের ঘোষণা।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: