দ্বিতীয় বিয়েটা জীবনের সবচেয়ে বড় ভুল ছিল: ইমরান খান


প্রকাশিত:
২৪ জুলাই ২০১৮ ১৪:৩৯

আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ২০:৫৬

দ্বিতীয় বিয়েটা জীবনের সবচেয়ে বড় ভুল ছিল: ইমরান খান

কিছুদিন আগে যৌনতা ও সমকামিতায় আসক্ত থাকার  অভিযোগ ওঠে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও রাজনীতীবিদ ইমরান খানের বিরুদ্ধে। তার বিরুদ্ধে এ স্পর্শকাতর অভিযোগ আনেন সাবেক স্ত্রী রেহাম খান।





এ অভিযোগের পরও নিশ্চুপ ছিলেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। কিন্তু এক মাসের ব্যবধানে ইমরান খান জানালেন, রেহাম খানকে বিয়ে করা তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল।



এক সাক্ষাৎকারে ইমরান খান বলেন, ‘আমি সাধারণত রেহাম খানকে নিয়ে মুখ খুলি না। এখন এটা বলব যে, জীবনে বেশ কিছু ভুল করেছি। এর মধ্যে দ্বিতীয় বিয়েটা জীবনের সবচেয়ে বড় ভুল ছিল।’ তবে তৃতীয় স্ত্রী বুশরা মানেকাকে নিয়ে বেশ খুশি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান।



তৃতীয় স্ত্রী বুশরা মানেকা প্রসঙ্গে তিনি বলেন, ‘বিয়ের আগে আমি তার চেহারার দিকে এক পলকও তাকাইনি। আমি বিয়ের প্রস্তাব দিয়েছি তাকে না দেখেই। কারণ, সে কখনো তার পুরো মুখ না ঢেকে আমার সামনে আসত না। ২০১৫ সালে তার সঙ্গে যখন আমার প্রথম দেখা হয় তখনো সে তার প্রথম স্বামীর সঙ্গে থাকত। তার বাড়িতে একটি পুরনো ছবি ছিল, সেটা থেকেই আমি তার চেহারা দেখেছিলাম।’



৩৯ বছর বয়সী বুশরা মানেকা সম্পর্কে ইমরান খান আরও বলেন, ‘তিনি একজন ধর্মীয় পণ্ডিত। ভক্তদের কাছে পথপ্রদর্শক তিনি। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সামনে আসেন না তিনি। এলেও মুখ নেকাবে ঢাকা থাকে।’



ইমরান খানের সঙ্গে রেহাম খানের দাম্পত্য জীবন স্থায়ী হয়েছিল মাত্র ১০ মাস। ২০১৫ সালের জানুয়ারিতে রেহাম খানকে বিয়ে করেন সাবেক এই পাকিস্তানি অধিনায়ক। ওই বছরের অক্টোবরেই ভেঙে যায় তাদের সংসার। কিন্তু সেই স্ত্রীর কারণেই পাকিস্তানের নির্বাচনের আগে বিপাকে পড়েন দেশটির বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। ‘রেহাম খান’ শীর্ষক আত্মজীবনীমূলক বইয়ের পাণ্ডুলিপি ফাঁস হওয়ায় তার সম্পর্কে চাঞ্চল্যকর নানা তথ্য বেরিয়ে আসে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top