অতীতের সব রেকর্ড ছাড়িয়ে সর্বোচ্চ গরম পড়ছে ইউরোপে


প্রকাশিত:
৬ আগস্ট ২০১৮ ০০:৫৬

আপডেট:
৬ এপ্রিল ২০২৫ ১১:১২

অতীতের সব রেকর্ড ছাড়িয়ে সর্বোচ্চ গরম পড়ছে ইউরোপে

দাবদাহে পুড়ছে পুরো ইউরোপ। অতীতের রেকর্ড ছাড়িয়ে সর্বোচ্চ গরম পড়ছে সেখানে। বছরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল গতকাল।



অতিগরমে তিনজন মারা গেছে। গরমে সাবধান থাকার জন্য বিভিন্ন স্থানে বিশেষ সর্তকতা জারি করা হয়েছে। গরমের কারণে ফ্রান্সে কয়েকটা পরমাণু বিদ্যুৎকেন্দ্র আপাতত বন্ধ রাখা হয়েছে।



বিদ্যুৎকেন্দ্রের তাপমাত্রা স্বাভাবিক রাখতে নদীর পানি ব্যবহার করা হচ্ছে। গরমে ১৯৭৭ সালের জুলাইয়ে ইউরোপে সর্বোচ্চ ৪৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এবার সেই রেকর্ডও ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।



ব্রিটিশরা ছুটি কাটাতে যায় স্পেন এবং পর্তুগালের এমন বেশ কিছু হলিডে রিসোর্টে তাপমাত্রা ৪৮ ডিগ্রির দিকে যাত্রা শুরু করেছে বলে বলা হচ্ছে।



বিশ্ব তাপমাত্রা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের ফলেই শীতপ্রধান ইউরোপ এমন উত্তপ্ত হয়ে উঠছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top