শ্বেতাঙ্গ আধিপত্য-বর্ণবাদের বিরুদ্ধে ট্রাম্প কন্যা


প্রকাশিত:
১৩ আগস্ট ২০১৮ ০০:১৭

আপডেট:
৬ এপ্রিল ২০২৫ ১১:২৫

শ্বেতাঙ্গ আধিপত্য-বর্ণবাদের বিরুদ্ধে ট্রাম্প কন্যা

শ্বেতাঙ্গ আধিপত্য, বর্ণবাদ ও নব্য নাৎসিবাদের কঠোর সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ও হোয়াইট হাউসের উপদেষ্টা ইভাঙ্কা ট্রাম্প।



যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার শার্লটভিলে গত বছরের ভয়াবহ শ্বেতাঙ্গ আধিপত্যবাদীদের হামলায় প্রাণহানির বর্ষপূর্তিতে শনিবার সন্ধ্যায় এক টুইটে তিনি এই সমালোচনা করেন।



যদিও তার বাবা ডোনাল্ড ট্রাম্প শ্বেতাঙ্গ আধিপত্যবাদ ও বর্ণবাদের প্রচারণা চালিয়েই ক্ষমতায় আসেন। এখনও প্রেসিডেন্ট ট্রাম্প তার এই মনোভাব ধরে রেখেছেন।



টুইটারে ইভাঙ্কা বলেন, ‘এক বছর আগে শার্লটভিলে আমরা ঘৃণা, বর্ণবাদ, গোড়ামি ও সহিংসতার কুৎসিত প্রদর্শন প্রত্যক্ষ করেছিলাম।’



তিনি বলেন, ‘আমেরিকানরা এমন একটি দেশে বসবাস করে যেখানে স্বাধীনতা, বাকস্বাধীনতা ও মতামতের ভিন্নতাকে সুরক্ষা দেওয়া হয়। এই মহান দেশে শ্বেতাঙ্গ আধিপত্য, বর্ণবাদ ও নয়া নাৎসিবাদের কোনও স্থান হবে না।’



ইভাঙ্কা আরও বলেন, ‘পরস্পরকে ঘৃণা, বর্ণবাদ ও সহিংসতার মাধ্যমে টেনে নিচে নামানোর পরিবর্তে আমরা পরস্পরকে উপরে তুলে ধরে আমাদের সম্প্রদায়কে শক্তিশালী করতে পারি। আর প্রত্যেক আমেরিকানের পূর্ণ সম্ভাবনা বের করে আনার লড়াইতে সাহায্য করতে পারি।’



ট্রাম্প ক্ষমতায় আসার অল্পকিছুদিনের মধ্যে ভার্জিনিয়ার শার্লটভিলে শ্বেতাঙ্গ আধিপত্যবাদীদের মিছিল থেকে চালানো হামলায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছিল। সংঘর্ষের ঘটনায় জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। সূত্র: টাইমস অব ইন্ডিয়া


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top