পঁচা মাংস কিনে খাচ্ছেন ভেনেজুয়েলার মানুষ !
প্রকাশিত:
২৮ আগস্ট ২০১৮ ১৩:৪৫
আপডেট:
৬ এপ্রিল ২০২৫ ১২:৩২

চরম সংকটে ভেনেজুয়েলার নাগরিকরা। দেশটিতে চলছে খাবারের চরম অভাব। শুধু তাই নয়, চলছে বিদ্যুৎ সংকটও। প্রায় ৯ মাস ধরে বিদ্যুৎ সংকটের কারণে ফ্রিজের মাছ-মাংস পঁচে গন্ধ ছড়াচ্ছে।বিক্রেতারা এসব মাংস ফেলে না দিয়ে বাজারে ছাড়ছেন। আর ক্রেতারাও সেই পঁচা মাংস কিনছেন।
পঁচা মাংস খেতে পেয়েও খুশী অনেকেই।কারণ অপ্রতুল হলেও বাজারে ভালো মাংসের কেজি ৭৫ লাখ বলিভার।পঁচা হওয়ায় একটু সস্তাতেই মিলছে গরু, ছাগল ও মুরগির মাংস।
ভেনেজুয়েলার তেল মজুদের অর্ধেকের বেশি আসে মারাকাইবো শহর থেকে। অর্থ মন্দা শুরুর পর থেকে শহরের শপিংমল, দোকানপাট বন্ধ হতে শুরু করে। প্রায় ৯ মাস ধরে এ শহরে বিদ্যুৎ ঘাটতি চলছে। গত দুই মাসে তা চরম রূপ নিয়েছে।
মারাকাইবো শহরের বড় বড় মার্কেটের ফ্রিজে থাকা মাংস পঁচে যাচ্ছে। বিক্রেতারা কম মূল্যে তা বাজারে ছাড়ছেন।
সূত্র: এপি
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: