ভিক্টোরিয়া হ্রদে ফেরি ডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ১৩৬
প্রকাশিত:
২২ সেপ্টেম্বর ২০১৮ ০৪:০২
আপডেট:
১২ এপ্রিল ২০২৫ ১৯:১৩

ভিক্টোরিয়া হ্রদে ফেরি ডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ১৩৬
তানজানিয়ার ভিক্টোরিয়া হ্রদে ফেরি ডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৬ জনে।
এই দুর্ঘটনায় প্রাণে বেঁচে থাকা মানুষের সন্ধানে শুক্রবার তানজানিয়ায় আবারো ব্যাপক অভিযান শুরু করা হয়। এরআগে শুক্রবার সকাল পর্যন্ত উদ্ধারকাজ স্থগিত রাখা হয়।
স্থানীয় এক কর্মকর্তা জানান, এ হ্রদের দক্ষিণপূর্বে উকারা দ্বীপের কাছে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে ফেরিটি ডুবে যাওয়ার সময় এতে দুই শতাধিক যাত্রী ছিল, যা ধারণ ক্ষমতার দ্বিগুণ।
এদিকে আঞ্চলিক গভর্নর জন মোঙ্গেলা সরকারি টেলিভিশনে বলেছেন, এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৬ জনে এবং আজ শুক্রবার আরো ৩৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
ধারণা করা হচ্ছে, ফেরিতে আরোহীরা একপাশে ভিড় করলে ফেরিটি উল্টে যায়। এই দুর্ঘটনায় টিকেট বিক্রেতাও মারা যায় এবং টিকেট বিক্রির তথ্য সংরক্ষণের যন্ত্র বিকল হয়ে যাওয়ার ফেরিতে আরোহীদের সঠিক সংখ্যা স্পষ্টভাবে জানা যায়নি।
দেশটির প্রেসিডেন্ট জন মাগুফুলি চার দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: