কানাডায় পথচারীদের ওপর গাড়ি ৯ জন নিহত
প্রকাশিত:
২৪ এপ্রিল ২০১৮ ০০:২৫
আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ০৯:০৪

কানাডার টরেন্টো শহরে পথচারীদের ওপর গাড়ি হামলার ঘটনা ঘটেছে। এই হামলায় অন্তত নয়জন নিহত হয়েছেন। হামলার ঘটনার পর টরেন্টোতে পুলিশ ও উদ্ধারকারীদের তৎপরতা শুরু হয়েছে। খবর বিবিসির।
স্থানীয় সময় দুপুর দেড়টার অর্থাৎ বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে টরেন্টোর ইয়োনগি সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ঘটনার পর হতাহত ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এ ঘটনার পর আশেপাশের সড়ক ও রেল চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: