শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে হত্যার ষড়যন্ত্র করছে ভারত!
প্রকাশিত:
১৭ অক্টোবর ২০১৮ ০৬:২৪
আপডেট:
৭ এপ্রিল ২০২৫ ১২:৪০

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনাকে হত্যার ষড়যন্ত্র করছে ভারত। মঙ্গলবার মন্ত্রিসভার এক বৈঠকে এই বিস্ফোরক মন্তব্য করেছেন স্বয়ং প্রেসিডেন্ট সিরিসেনা।
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের নয়াদিল্লি সফরের প্রাক্কালে তিনি এ মন্তব্য করলেন।
সিরিসেনা বলেন, প্রাক্তন প্রতিরক্ষা সচিব গোতাবায়া রাজপক্ষকেও হত্যার ষড়যন্ত্র করছে ভারত।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মন্ত্রীর বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম ‘ইকনমি নেক্সট’ এ কথা জানায়।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্রেসিডেন্ট সিরিসেনা মনে করেন ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ তাকে হত্যার এই ষড়যন্ত্র করছে।
সূত্র: দ্য হিন্দু
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: